বন দিবসে মানববন্ধন ও স্মারকলিপি
আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে বরগুনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে এ যৌথভাবে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবংব্লু প্লানেট ইনিসিয়েটিভ (বিপিআই)। এ আয়োজনে অংশগ্রহণ করে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বিডিক্লিন, প্রকৃতি ও জীবন ক্লাব, বরগুনা জেলা সিএনজি, অটোরিক্সা ও মোটরসাইকেল চালক সমিতি।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বরগুনা প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু, বন বিভাগের রেঞ্জার মোঃ আখতারুজ্জামান, ওয়াটার কিপার্স বরগুনার সমন্বয়ক মুশফিক আরিফ, বিডি ক্লিন বরগুনার সমন্বয়ক নাঈম ইসলাম, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি রাসেল মাহমুদ, সিএনজি-অটোরিক্সা চালক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমূখ।
বক্তারা বলেন- বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরি ইকো পার্ক, হরিনবাড়িয়া, বরগুনা সদরের পোটকাখালী বন, গোড়াপদ্মা সমুদ্র সৈকত সহ সকল সংরক্ষিত বন রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। সংরক্ষিত বনের মধ্যে ব্যক্তি উদ্যোগে অবৈধভাবে রাস্তা নির্মাণ বন্ধ করতে হবে। বিশেষ করে যে সকল সংরক্ষিত বনের মধ্যে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে, রাস্তা নির্মাণ করা হয়েছে সে সকল স্থাপনা অপসারণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচি শেষে আয়োজকরা বরগুনার বিভিন্ন এলাকার বন রক্ষায় জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
What's Your Reaction?