সাংবাদিক মাসউদ হত্যাকান্ডে আবারও সাংবাদিকসহ ৮ জনের জামিন না মঞ্জুর

Apr 3, 2024 - 19:46
 0  80
সাংবাদিক মাসউদ হত্যাকান্ডে আবারও সাংবাদিকসহ ৮ জনের জামিন না মঞ্জুর

বরগুনায় সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা মামলার ৮ আসামীর জামিন আবারও না মঞ্জুরের আদেশ দিয়েছে আদালত। বুধবার সকালে বরগুনার জেলা ও দায়রা আদালতের বিচারক মো: রফিকুল ইসলাম এ আদেশ দিয়েছেন। এর আগে ১৪ মার্চ বরগুনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীরা স্বেচ্ছায় আত্মসমার্পন করলে ম্যাজিস্ট্রেট মো: হারুন অর রশিদ তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনার পাবলিক প্রসিকিউটর ( পিপি) ভুবন চন্দ্র হাওলাদার।

আসামীরা হল, সাংবাদিক আ স ম হাফিজ আল আসাদ, আরিফুল ইসলাম মুরাদ, কাশেম হাওলাদার, সাইফুল ইসলাম মিরাজ, ওয়ালি উল্লাহ ইমরান, জাহিদুল ইসলাম মেহেদি, সোহাগ হাওলাদার ও শহিদুল ইসলাম।

জানা যায়, বরগুনা প্রেসক্লাবের আধিপত্য বিস্তার কেন্দ্র করে ১৯ ফেব্রুয়ারী কতিপয় প্রেসক্লাব সদস্যরা তালুকদার মাসউদের উপর হামলা করে। মাসউদ আহত হলে কয়েক দফা চিকিৎসা শেষে ২ মার্চ চিকিৎসারত অবস্থায় মারা যায়। মাসউদের স্ত্রী সাজেদা সাজু বাদি হয়ে ৪ মার্চ বরগুনা থানায় বরগুনা প্রেসক্লাবের সদস্য আ স ম হাফিজ আল আসাদকে প্রধান আসামী করে মোট ১৩ জনের বিরুদ্ধে বরগুনা থানায় একটি মামলা করেন।

ওই আসামীরা ১২ মার্চ বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাই কোর্ট বিভাগ থেকে আগাম জামিন না পেয়ে ১৪ মার্চ স্বেচ্ছায় বরগুনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীরা আত্মসমার্পন করেন। ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ আসামীদের জামিন আবেদন না মঞ্জুর করে বরগুনা জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশে ক্ষতিগ্রস্থ হয়ে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে ৮ জন আসামীর জামিনের আবেদন করা হয়। বুধবার আসামীদের আইনজীবী মো: লুৎফর রহমান জামিন শুনানীতে অংশ গ্রহন করেন। রাস্ট্র পক্ষে জামিনের বিরোধিতা করেন পাবলিক প্রসিকিউটর ( পিপি) ভুবন চন্দ্র হাওলাদার। উভয় পক্ষ শুনানী শেষে ৮ আসামীর জামিন আবেদন না মঞ্জুর করে আদালত। আসামী পক্ষের আইনজীবী মো: লুৎফর রহমান বলেন, হাই কোর্ট দীর্ঘ ছুটি থাকার কারনে আপাতত আসামী পক্ষ হাই কোর্টে জামিনের আবেদন করবেন না। আমরা আবারও অত্র আদালতে জামিনের আবেদন করব। রাস্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার বলেন, আসামীদের হাজত বাস মাত্র ২০ দিন। একটি জঘন্যতম ও আলোচিত হত্যাকান্ড। আমি জামিনের বিরোধিতা করেছি। উভয় পক্ষের শুনানী শেষে বিচারক আসামীদের জামিন না মঞ্জুর করেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow