এক দফা দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

Aug 16, 2023 - 00:01
 0  60
এক দফা দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুহুল কবির রিজভী।

এক দফা দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা ঢাকাসহ সব মহানগরে শুক্রবার বিএনপির গণমিছিল

রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বুধবার মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল; তার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পরদিন সারাদেশে লিফলেট বিতরণ এবং ১৯ আগস্ট সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ১৮ আগস্ট শুক্রবার রাজধানী ঢাকাসহ সব মহানগরে গণমিছিল করা হবে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সারা দেশে দোয়া মাহফিল, লিফলেট বিতরণ ও পদযাত্রা।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বুধবার সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পরদিন ১৭ আগস্ট সারাদেশে লিফলেট বিতরণ এবং ১৯ আগস্ট সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

রিজভী বলেন, ‘অবৈধ, লুটেরা ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ১৮ আগস্ট যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল করা হবে।

বিএনপির এই নেতা বলেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার আরোগ্য কামনায় বুধবার সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল হবে। এছাড়া তার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার সারাদেশে লিফলেট বিতরণ করা হবে।

তিনি বলেন, ‘২৮ ও ২৯ জুলাই থেকে এ পর্যন্ত সারা দেশে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় ৮৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন৷ এই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ৫৫০ জনকে।’

সরকার সর্বনাশা খেলায় মেতেছে মন্তব্য করে রিজভী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের প্রাক্কালে যেভাবে নির্বাচনী মাঠ বিরোধী দলশূন্য করার কৌশল গ্রহণ করেছিল নিশিরাতের সরকার, বর্তমানে তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।

‘বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে অদৃশ্য করা, গায়েবি মামলা দেয়া, পাইকারি হারে গ্রেপ্তার, বাড়ি বাড়ি হানা দেয়া, পরিবারের লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করা, পেন্ডিং মামলায় জেলগেট থেকে বার বার গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখার খেলায় মেতে উঠেছে আওয়ামী লীগ সরকার।’

রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান আওয়ামী সরকার অবৈধ ও দখলদার সরকার। আগামী নির্বাচনেও তারা দখলের মহাপরিকল্পনা চূড়ান্ত করছে। আওয়ামী লীগ এমন একটি দলে পরিণত হয়েছে যে দলটি প্রমাণ করে যে তারা কোনো মানবিক পরিবেশ থেকে উৎসারিত নয়। এদের কাছে গণ-ইচ্ছার কোনো দাম নেই। এরা এমন একটি নিপীড়ক দল যারা বহু মত ও পথকে শত্রুজ্ঞান করে।’



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow