প্রতিপক্ষের মারধরে স্বামী স্ত্রী আহত

Apr 27, 2024 - 18:32
 0  71
প্রতিপক্ষের মারধরে স্বামী স্ত্রী আহত

বরগুনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে স্বামী স্ত্রী আহত। আহতদের বাড়ি বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা গ্রামে। গত ২৪ এপ্রিল বুধবার বিকাল অনুমান ৪টার দিকে নিজেদের জমিতে গেলে প্রতিপক্ষ মোঃ রশিদ খানের নেতৃত্বে হামলা চালায় একই গ্রামের মৃত আঃ রহমান খানের পুত্র মোঃ জাকির খান ও তার স্ত্রী মোসাঃ সালমা বেগম এর উপর।

রশিদ খানের নেতৃত্বে আঃ খালেক এর পুত্র খাইরুল, আবুল বাশার এর পুত্র আরাফাতসহ আরও ৫/৭ জন অংশ নেয়।

খোজ নিয়ে জানাযায়, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে জাকির এর বিরোধ চলমান ছিল। গত বুধবার বিকেলে স্ত্রীকে নিয়ে জমিতে গেলে প্রতিপক্ষরা জাকির এবং তার স্ত্রী সালমা তাদের জমিতে গেলে প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালায়।

ঘটনার বিষয় জাকির বলেন, রশিদ খানের সঙ্গে আমাদের জমিজমা নিয়া বিরোধ চলমান। বিরোধ নিয়া স্থানীয়ভাবে শালিশ মিমাংশাও হয়েছে। সেখানে আমি রায় পাই। তিনি আরও বলেন, আমার জমির গাছ কাটতে গেলে তারা আমাকে বাঁধা দেয় এবং এক পর্যায় রশিদ খানের নেতৃত্বে আমাকে এবং আমার স্ত্রীকে মারধর করে। আমার স্ত্রীর মাথায় রশিদ খান কুঠার দিয়ে আঘাতও করে এবং পিটিয়ে হাত ভেঙে ফেলে।

জাকিরের স্ত্রী সালমা বলেন, জমি নিয়া পূর্বে শালিশ হইছে। আমার স্বামী রায় পায়। বাড়ির উপরের গাছ কাটতে গেলে রশিদ খানের নেতৃত্বে আমাদের উপর হামলা চালায়। রশিদ খান কুঠার দিয়ে আমার মাথায় আঘাত করে এবং অন্যরা পিটিয়ে হাত ভেঙে দেয়।

রশিদ খানের ছেলে বাশারের মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ হয় রশিদ খানের সঙ্গে। তিনি বলেন, আমি তাদের মারধর করিনি। উল্টো তারাই আমাকে মারধর করছে। আমার হাতে কুঠার ছিল। কিন্তু কোন আমি মারধর করিনি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয় আমি শুনেছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow