পুলিশের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের দাবি হ্যাকারদের

Aug 17, 2023 - 02:08
 0  83
পুলিশের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের দাবি হ্যাকারদের

দেশে সাইবার হামলার হুমকির মধ্যে কক্সবাজার পুলিশের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের দাবি করেছে একদল হ্যাকার। তারা এ–সংক্রান্ত একটি তথ্যভান্ডারও প্রকাশ করেছে। এ বিষয়ে কক্সবাজার পুলিশ ও সার্ট বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

বুধবার সন্ধ্যার পরে হ্যাকাররা সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজার পুলিশের তথ্যভান্ডারের একটি ফাইল শেয়ার করে। তাতে ২ লাখ ৬৬ হাজার তথ্য রয়েছে বলে দাবি তাদের। যাতে কক্সবাজারে ঘুরতে যাওয়া পর্যটকদের নাম, পরিচয়, মুঠোফোন নম্বরসহ নানা তথ্য রয়েছে। এসব তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে, নাকি আগেই ফাঁস হয়েছিল, তা যাচাই করা যায়নি। উল্লেখ্য, এর আগেও কক্সবাজার পুলিশের তথ্য ফাঁস হয়েছিল বলে হ্যাকাররা দাবি করেছিল।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। এ ছাড়া বিজিডি ই-গভ সার্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁদেরও নজরে এসেছে। এগুলো তাঁরা বিশ্লেষণ করছেন।

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) প্রকল্প বিজিডি ই-গভ সার্ট ৪ আগস্ট এক বিজ্ঞপ্তিতে দেশে সাইবার হামলার আশঙ্কার কথা জানিয়ে সতর্কতা জারি করে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার ‘হামলার ঝড়’ চালানোর হুমকি এসেছে। হুমকিদাতা হ্যাকার গোষ্ঠী নিজেদের ‘হ্যাকটিভিস্ট’ দাবি করে বাংলাদেশ ও পাকিস্তানকে লক্ষ্য বানানোর ঘোষণা দিয়েছে। তারা নিজেদের ভারতীয় হ্যাকার গোষ্ঠী বলে দাবি করেছে।

মঙ্গল ও বুধবার হ্যাকাররা দেশের একাধিক সাইটের তথ্য ফাঁস করার দাবি করেছে। তবে সার্ট বলেছে, তারা এখন পর্যন্ত এর কোনো প্রমাণ পায়নি।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow