বাজার সিন্ডিকেটে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে: মুফতি ফয়জুল করীম"

May 22, 2024 - 16:51
 0  199
বাজার সিন্ডিকেটে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে: মুফতি ফয়জুল করীম"
নিত্যপণ্যের দাম বৃদ্ধি

সরকার বাজার সিন্ডিকেটকে লালন করছে, নিত্যপণ্যের দামে জনজীবন বিপর্যস্ত: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন যে, কাচা তরকারি, ডিম, মাছ, গোশতের দামে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে এবং এ নিয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা এবং দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। তিনি আরো বলেন, সরকারের দুর্নীতির প্রভাব বাজারে পড়েছে এবং সরকার বাজার সিন্ডিকেটকে লালন পালন করছে, যার ফলে সাধারণ জনগণ নিষ্পেষিত হচ্ছে।

আজ বুধবার, পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম এসব কথা বলেন। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, শ্রমিকনেতা আলহাজ্ব আব্দুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা লোকমান হোসাইন জাফরী, এইচ এম রফিকুল ইসলাম, হাজী শাহাদাত হোসেন, হাজী নজরুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম মোল্লা, মাওলানা লিয়াকত আলী, আল-আমিন, ওমর ফারুক যশোরী।

মুফতি ফয়জুল করীম বলেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ছিলেন আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ একজন নেতা। তিনি তাঁর পুরো জীবনকে দীনের পথে ব্যয় করে গেছেন এবং মৃত্যুর দিনও আন্দোলনের একটি দাওয়াতী কাজে আলোচনা করতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। 

পরে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow