ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ৮

May 22, 2024 - 21:01
 0  54
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ৮

  যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৮ বাংলাদেশী নারী,পুরুষ ও শিশু কে আটক করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।

বুধবার ভোরে সীমান্তের ১ নং ঘিবা মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি। রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার অহিদুজ্জামান জানান,যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ রঘুনাথপুর ক্যাম্পের একটি টহল দল  ১নং ঘিবা মাঠ নামক স্হান হতে অবৈধ ভাবে ভারত হতে বাংলাদেশ আসার সময় বাংলাদেশী নাগরিক (মহিলা- ৩ জন, পুরুষ-০৪ বাচ্চা-১)মোট- ০৮ জন আটক করে।

আটককৃত  ব্যক্তিরা হলো সোবহান খান (৪০) পিতা- মৃত্যু জলিল খান,  গ্ৰাম- পানতিতা পোস্ট - পানতিতা, থানা - তেরখাদা ,জেলা - খুলনা, সেলি খাতুন (৩০) স্বামী - সোবহান খান ঠিকানা - ঐ, মোঃ সাইফুল খান, (৮) পিতা- সোবহান খান ঠিকানা - ঐ, মোঃ মিঠুন শেখ (৪০) পিতা - মৃত্যু গোলাম রাসূল শেখ,  গ্ৰাম- আমবাড়ি, পোস্ট - বনগ্ৰাম, থানা- কালিয়া  জেলা- নড়াইল, মোছাঃ আসমা খাতুন (৩৫) স্বামী - মিঠুন শেখ, ঠিকানা -ঐ, মোঃ আরিফ (১৭) পিতা- মিঠুন শেখ,  ঠিকানা- ঐ, মোঃ মুন্না (১৫) পিতা - মিঠুন শেখ ঠিকানা- ঐ,মোছাঃ রেহানা (২৬) পিতাঃ মোঃ মকবুল মোড়ল, গ্রাম- সাতামতপুর, পোস্ট - সরসকাটি , থানা মনিরামপুর জেলা- যশোর। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow