নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিজয়ী প্রার্থীর সংবাদ সম্মেলন

May 24, 2024 - 00:05
 0  70
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিজয়ী প্রার্থীর সংবাদ সম্মেলন

২য় ধাপে অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনকে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নড়াইল শহরের মহিষখোলা এলাকায় সদর উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভূইয়া এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে  সদর উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান  ভূঁইয়া লিখিত বক্তব্যে জানান, ২য় ধাপে গত ২১ মে অনুষ্ঠিত নড়াইলের সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনের পরের দিন বিকালে আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার জন্য নির্বাচন সম্পর্কে এবং আমার বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য ও তথ্যপ্রদান মিডিয়ার সামনে তুলে ধরেছেন তা সম্পুর্ন অসত্য বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
নির্বাচনের দিন আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান সন্ত্রাসীদের দিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আমার কর্মী -সমর্থকদের হত্যা ও গ্রামছাড়া করার হুমকি দিয়েছেন যার ভিডিও ফুটেজ কর্তৃপক্ষের কাছে দেয়া আছে। এর আগে তিনি জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজাকে জড়িয়ে রির্টানিং কর্মকর্তার কাছে কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়া মনগড়া, অসত্য ও ভিত্তিহীন অভিযোগ করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানের পক্ষে নড়াইল-১ এর সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি প্রভাব খাটিয়ে তার খুলনার বাসভবনে আমার কর্মী- সমর্থকদের ডেকে নিয়ে নানা ধরনের উপঢৌকন প্রদান ও ভয়ভীতি দেখিয়েছেন, যার প্রমাণ আমাদের কাছে আছে। আমি আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী  তোফায়েল মাহমুদ তুফানের এ ধরনের তথ্য প্রমাণহীন, মনগড়া, কাল্পনিক, অসত্য, ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা  অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, কলোড়া ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাসসহ  বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow