মাদক মুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসার আহ্বান

May 25, 2024 - 02:46
 0  252
মাদক মুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসার আহ্বান
ইসলামী আন্দোলনের নেতৃত্বে: মাদকমুক্ত সমাজের গঠনে যুব সমাজ সচেতন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ যুব সমাজকে মাদক মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

মাদক মুক্ত সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, দেশে মাদকাসক্তির হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ইয়াবাসহ নানা ধরনের মাদক দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। সীমান্ত দিয়ে ভারত, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে অবাধে মাদক প্রবেশ করছে।

শুক্রবার (২৪ মে) সকালে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিভাগের ব্যবস্থাপনায় ‘মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও দুর্নীতি প্রতিরোধে যুব সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ইসলামের নীতিমালায় সবাইকে ফিরে আসতে হবে। ইসলামে মাদক সরবরাহ, উৎপাদন বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

তিনি আরও বলেন, ক্ষমতাসীন সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে পরিচালিত করছে। তাদের পেশাদারিত্বকে ক্ষুণ্ণ করা হয়েছে। ফলে দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত কর্মকর্তাদের উচ্চপদে বসানো হয়েছে এবং দেশের শীর্ষ সন্ত্রাসীদের বিভিন্নভাবে সহায়তা করা হয়েছে। এভাবে আন্তর্জাতিক পরিসরে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। ভারতে বাংলাদেশের এমপি খুন হওয়ার ঘটনাও উল্লেখযোগ্য। এভাবে একটি দেশ চলতে পারে না।

সংগঠনের কেন্দ্রীয় যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাওলানা ইউনুছ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। আরও বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক প্রকৌশলী মো. মারুফ শেখ, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি হোসাইন মুহাম্মাদ কাওছার বাঙালী, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা হাফিজুল হক ফাইয়াজ, মহানগর দক্ষিণ সহ-সভাপতি মুফতি শওকত ওসমান।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow