জনগণ অর্থনৈতিক সংকটে নিপতিত, কম দামের পণ্য কিনছে মানুষ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের জনগণ অর্থনৈতিক সংকটে নিপতিত হয়ে কম দামের পণ্য কেনার দিকে ঝুঁকছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ এবং মেহনতি ও মধ্যবিত্তরা দিশেহারা হয়ে পড়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের জনগণ অর্থনৈতিক সংকটে নিপতিত হয়ে কম দামের পণ্য কেনার দিকে ঝুঁকছে। দেশ লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, সরকার মাথাপিছু আয় বৃদ্ধির গল্প শোনাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। অর্থনৈতিক সংকটে নিপতিত হয়ে মানুষ দিশেহারা। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। মেহনতি ও মধ্যবিত্তরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের কম দামের পণ্য কেনেন। ভোটাধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পাচারের-খেলাপি ঋণের টাকা উদ্ধার, লুটপাট বন্ধ এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
২৫ শে মে বিকেলে ভাটারাস্থ আস সাঈদ মিলনায়তনে অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন-এর রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ এর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এডভোকেট এম হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ, অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন বিন সারোয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ১৯৯৬ সেশনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল এর দায়িত্ব পালন করেন। মরহুম অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনকে জান্নাতের উচ্চ মাকাম দান কামনা করে বিশেষ দোয়া অনুষ্টিত হয়।
কম দামের পণ্য কিনছে মানুষ সম্পর্কিত আরো নিউজ!
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ইন্তেকাল
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন
বাজার সিন্ডিকেটে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে: মুফতি ফয়জুল করীম"
What's Your Reaction?