ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বরগুনায় বিপর্যয়: ঘরবাড়ি বিধ্বস্ত, জনজীবনে দুর্ভোগ
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় জেলা বরগুনায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বামনা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অনেক ঘরের উপর গাছ পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
প্রকৃতির ভয়ঙ্কর রূপের ফলে সাভাবিকের চেয়ে প্রায় ৮ থেকে ১০ ফুট পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে খালের পাশে অবস্থানরত ঘরগুলো পানিতে তলিয়ে গেছে। এতে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের ঘরবাড়ি হারিয়েছে।
বামনা উপজেলার ছোবুনিয়ার বাসিন্দা মোঃ রাছেল হাওলাদারের ঘরের উপর রাতে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে একটি বিশাল গাছ উপড়ে পড়ে। এর ফলে তাদের ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় এবং তারা আশ্রয়হীন হয়ে পড়েন। মোঃ রাছেল হাওলাদার বলেন, "রাতের বেলা হঠাৎ করেই প্রচণ্ড ঝড় শুরু হয় এবং একটি বিশাল গাছ এসে আমাদের ঘরের উপর পড়ে। আমরা কোনমতে বাঁচতে পেরেছি।"
খালের পাশের ঘরগুলোর লোকজন বর্তমানে চরম দুর্দশায় রয়েছে। তারা না খেয়ে দিন কাটাচ্ছে এবং রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই। এলাকার বাসিন্দারা বলছেন, "আমাদের খাদ্যের সংকট চরমে পৌঁছেছে। খাবার নেই, রান্না করার মতো কোনো সুযোগ নেই। আমরা কিভাবে বাঁচব, তা বুঝতে পারছি না।"
মন্তব্য
রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। একইসাথে, স্থানীয় জনগণকে দুর্যোগকালীন প্রস্তুতি ও নিরাপত্তা বিধানে আরও সচেতন করা জরুরি। এই বিপর্যয় মোকাবিলায় সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
What's Your Reaction?