২৫ মণ ওজনের 'শাকিব খান' ১২ লাখ টাকায় বিক্রি
২৫ মণ ওজনের বিশাল ষাঁড় 'শাকিব খান' বিক্রি হয়েছে ১২ লাখ টাকায় নারায়ণগঞ্জে। এই সাদা ধূসর রঙের শাহিওয়াল ষাঁড়টি সকলের মনোযোগ কেড়েছে। আর কে এগ্রো ফার্মে প্রস্তুতকৃত এই বিশেষ কোরবানির পশু স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা গোদনাইল এলাকায় অবস্থিত আর কে এগ্রো ফার্মের কোরবানির উপযোগী একটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ‘শাকিব খান’। ২৫ মণ ওজনের এই ষাঁড়টি ১২ লাখ টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (২৯ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন খামারটির ব্যবস্থাপক আব্দুস সামাদ। তিনি জানান, বিকেলে এক গার্মেন্টস মালিক গরুটি কিনে নেন।
এর আগে সোমবার (২৭ মে) ‘যে কারণে কোরবানির পশুর নাম শাকিব খান-জায়েদ খান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ।
সাড়ে তিন বছরের শাহিওয়াল জাতের ‘শাকিব খান’ ষাঁড়টির ওজন ২৫ মণ। সাদা ধূসর রঙের এই ষাঁড়টির লম্বা প্রায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট। এর দাম প্রথমে ১৫ লাখ টাকা চাওয়া হয়েছিল।
ষাঁড়টির নামকরণের বিষয়ে আব্দুস সামাদ বলেন, “আদর করে ষাঁড় দুটির এমন নাম রেখেছি। ‘শাকিব খান’ ষাঁড়টি দেখতে অনেক সুন্দর। ছোট থেকেই একে লালন-পালন করছি। তখন থেকেই সবাই তাকে ভালোবাসছে। রাজার মতো হাঁটে। ওর মধ্যে সবসময় কিং খানের মতো একটা ভাব থাকে। আমাদের ভালোবাসার ও পছন্দের নায়ক হচ্ছেন শাকিব খান। এ কারণে নাম রেখেছি শাকিব খান।”
তিনি আরও জানান, এখনো ‘জায়েদ খান’ নামের আরেকটি ষাঁড় অবিক্রিত আছে। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে সেটিও বিক্রি হয়ে যাবে।
নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ ফারুক আহমেদ বলেন, "নারায়ণগঞ্জ ঘনবসতিপূর্ণ একটি এলাকা। এবার আমাদের কোরবানিযোগ্য পশুর চাহিদা দুই লাখ ৬৬ হাজার ৮০৩টি। আশা করি কোনো ঘাটতি হবে না।"
এই ধরনের অনন্য নামকরণ এবং বিশাল ওজনের ষাঁড় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে, যা কোরবানির বাজারে এক নতুন রঙ যোগ করেছে।
What's Your Reaction?