ধারাবাহিক গণতন্ত্রের কারণেই দুর্যোগে মানুষের পাশে থাকতে পেরেছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ধারাবাহিকভাবে গনতন্ত্র আছে বলেই দূর্যোগ দুর্বিপাকে আওয়ামীলীগ সরকার মানুষের পাশে দ্বাড়াতে পারে এবং আর্থিক মুক্তি লাভ করে।
পটুয়াখালীর কলাপাড়ায় বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে এসে সরকারি মোজহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এক জনসভায় এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীনতা লাভ করে। জাতীর পিতা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছেন।
মানুষের কল্যানেই তিনি জীবন উৎসর্গ করে দিয়েছেন। সারাটা জীবন জেল জুলুম আর অত্যাচার সহ্য করেছেন। কিন্তু ১৯৭৫ সালে নির্মম গণহত্যা শিকার হন আমার মা বাবা ভাইবোনসহ আরো অনেকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
এ সময় তিনি আরো বলেন, রাস্তা ঘাট পুল ব্রীজ যা যা করার সব করে দিয়েছি। দক্ষিণাঞ্চল এক সময় অবহেলিত ছিল। আমরা আমুল পরিবর্তন করেছি।
ঘূর্ণিঝড় রিমেলের কারনে অনেক ক্ষতি হয়েছে। টেকসই সাইক্লোন সেল্টার হওয়ার কারনে জানের ক্ষতি হয়নি। বেড়িবাঁধের কাজ বর্ষার আগেই শেষ হবে ইনশাআল্লাহ। জলোচ্ছ্বাসের কারনে ঘের তলিয়ে গেছে যারফলে পানি লবনাক্ত হয়ে পড়ছে। আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থা করছি। বীজ,সার,ঔষধ যা যা লাগবে সব দিব তবুও ১ইঞ্চি পরিমাণ যায়গা অনাবাদি রাখা যাবেনা।
ঘূর্ণিঝড় রিমেলে যার যার ঘর নষ্ট হয়েছে তার ক্ষতি পূরন করা হবে। কেউ আশ্রয়হীন থাকবেনা। আমরা ২ কাঠা জমিসহ পাকা বাড়ী করে দিয়েছি। সর্বশেষ রিক্ত আমি সিক্ত আমি, দেবার কিছু নাই। আছে শুধু ভালোবাসা দিলাম আমি তাই। এ বলে বিদায় নেন তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান ১১৪, পটুয়াখালী -৪ তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। এ জন্য তাকে ২১বার হত্যার মুখোমুখি হতে হয়েছে। তবুও তিনি দমে যাননি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আজ পায়রা পোর্ট, পায়রা তাপবিদ্যুৎ প্রকল্প ও নৌ ঘাটি বাস্তবে রুপ পায়।
এর আগে মাননীয় প্রধানমন্ত্রী পায়রা বন্দরসহ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করছেন। প্রধান মন্ত্রীকে এক নজর দেখার জন্য কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন যায়গা থেকে সভাসমাবেশে যোগ দেওয়া শুরু করে। সকাল ১০ টার মধ্যে পরিপূর্ণ হয়ে সমাবেশ স্থলটি।
পরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২হাজার লোকদের মাঝে ত্রান সামগ্রী তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী
What's Your Reaction?