ফিলিস্তিনি নারী শিশু ও গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় গণমিছিল

May 30, 2024 - 15:40
 0  221
ফিলিস্তিনি নারী শিশু ও গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় গণমিছিল
ইসলামী আন্দোলন

 ৩১ মে ২০২৪, শুক্রবার বাদ জুম’আ ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বেসামরিক নারী-পুরুষ-শিশু গণহত্যা বন্ধ, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বায়তুল মুকাদ্দাস মুক্ত করার দাবীতে বায়তুল মোকাররম উত্তর গেটে স্মরণকালের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হবে। গণমিছিল সফলে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। 

যৌথসভায় উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, সেক্রেটারী মুফতী মানসুর আহমদ সাকী, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান, এইচএম রফিকুল ইসলাম, হাজী শাহাদাত হোসেন, হাজী শাহীন আহমদ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ মানসুর, ইমরান নূর, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, ঢাকা মহানগর উত্তর জয়েন্ট সেক্রেটারী মুফতী ফরিদুল ইসলাম।

ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।

যৌথসভায় মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বরতা মানবতার সব সীমা অতিক্রম করেছে। সেখানে তারা দীর্ঘ সাত মাসেরও বেশি সময় ধরে নিরীহ মানুষদের ওপর গণহত্যা চালাচ্ছে। তারা ইতোমধ্যে নারী-শিশুসহ ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এই ইহুদীবাদী সন্ত্রাসী গোষ্ঠীর বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow