কত দিন বন্ধ রাখলে বদলে যাবে মোবাইল সিমের মালিকানা?

Jun 4, 2024 - 05:06
 0  241
কত দিন বন্ধ রাখলে বদলে যাবে মোবাইল সিমের মালিকানা?
৪৫০ দিন সিম বন্ধ থাকলে সিমের মালিকানা চলে যায়

টানা ১৫ মাস বা ৪৫০ দিন মোবাইল সিম বন্ধ থাকলে সিমের মালিকানা চলে যায়। মোবাইল অপারেটর রবি তাদের গ্রাহকদের এই তথ্যটি ফের মনে করিয়ে দিল।

বাংলাদেশে অনেক গ্রাহক মোবাইল সিম কিনলেও দীর্ঘদিন ব্যবহার করেন না। অর্থাৎ তারা সিমে রিচার্জ করেন না, কল করেন না বা কল গ্রহণ করেন না। একসময় দেখা যায়, সিমটি আর সচল নেই। সবচেয়ে খারাপ হয় তখন, যখন দেখা যায় আপনার সিমটি অন্য কেউ ব্যবহার করছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বন্ধ মোবাইল সিমের মালিকানাসংক্রান্ত একটি নিয়ম প্রণয়ন করেছে। নিয়ম অনুযায়ী, টানা ১৫ মাস বা ৪৫০ দিন সিম বন্ধ থাকলে সিমের মালিকানা চলে যায়। মোবাইল অপারেটর রবি তাদের গ্রাহকদের এই তথ্যটি ফের মনে করিয়ে দিয়েছে।

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে বেসরকারি মোবাইল অপারেটর রবি জানিয়েছে, যদি আপনার কোনো রবি সিম থাকে যা ১৫ মাসের বেশি সময় ধরে অব্যবহৃত, তাহলে ১৩ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পুনরায় সিমটি চালু করে দিন। অন্যথায় বিটিআরসির নিয়ম অনুযায়ী উক্ত সময়ের পর সিমটির মালিকানা আর দাবি করা যাবে না।

বিটিআরসির নিয়ম অনুযায়ী মোবাইল সিম কোম্পানিগুলো কাজটি করে থাকে। নিয়ম অনুযায়ী, একটি নির্দিষ্ট সময় সিম ব্যবহার না করলে মালিকানা চলে যায়। তারপর সিম কোম্পানি বৈধভাবে অন্য গ্রাহকের কাছে নম্বরটি বিক্রি করে দেয়।

অনেক সময় বিভিন্ন কারণে প্রয়োজনীয় সিম ছাড়া অন্য সিমগুলো ব্যবহার করা হয়ে ওঠে না। ফলে সিমগুলো বন্ধ হয়ে পড়ে থাকে দীর্ঘ সময়। এই অবস্থায় যদি হঠাৎ ওই সিমটির প্রয়োজন পড়ে এবং দেখেন সিমটির মালিকানা পরিবর্তন হয়ে গেছে, তবে সিম কোম্পানির কোনো দায় থাকবে না।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow