বরগুনার পাথরঘাটায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সহ আটক ১৩ জেলে

Jun 15, 2024 - 19:25
 0  74
বরগুনার পাথরঘাটায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সহ আটক ১৩ জেলে

বঙ্গোপসাগরে প্রজননকালে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে গত ২০ মে হতে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ (পঁয়ষট্টি) দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মৎস্য অধিদপ্তর।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ জুন ২০২৪ শনিবার সকাল ০৮:৩০ ঘটিকায় কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান এর নেতৃত্বে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ০৬ নম্বর ওয়ার্ডস্থ সালেহ মাস্টারের বরফকল সংলগ্ন পাথরঘাটা খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ফিশিং বোট এফ ভি মা এবং ট্রলিং বোট এফ ভি মাহিয়ান খান তল্লাশী করে ১,৬৯০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ (পোয়া, ছুড়ি, চিংড়ি, ছল মাছ, ঢেলা, বালিয়া, রাস, পাতা কাউয়া মাছ) জব্দসহ মোট ১৩ জন জেলেকে আটক করা হয়। 

জব্দকৃত ০২ টি বোটসহ আটককৃত জেলে এবং সামুদ্রিক মাছ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পাথরঘাটা, বরগুনা এর নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কর্তৃক জব্দকৃত মাছ নিলামের মাধ্যমে বিক্রিসহ বোট ০২ টির জরিমানা বাবদ সর্বমোট ৮০,৬৬০/০০ (টাকা আশি হাজার ছয়শত ষাট মাত্র) টাকা আদায় করা হয় এবং আটককৃত জেলেদেরকে মুচলেকা গ্রহণ নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সুনীল অর্থনীতি সমৃদ্ধির লক্ষ্যে কোস্ট গার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়েছেন এইচ এম এম হারুন-অর -রশীদ লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা কোস্ট গার্ড দক্ষিণ জোন, পাথরঘাটা।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow