রিমালে ক্ষতিগ্রস্থ বেতাগীর চার শতাধিক পরিবারের পাশে জাগোনারী
ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে লণ্ডভণ্ড উপকূলীয় বরগুনা জেলার বেতাগী উপজেলার চার শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘুরে দাড়াতে তাদের পাশে দাড়িয়েছে উন্নয়ন সংস্থা জাগোনারী।
ক্ষতিগ্রস্ত এ সকল পরিবারের মাঝে নগদ আর্থ, খাদ্যসামগ্রী ও পরিস্কার পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়েছে।
স্টার্ট ফান্ডের সহযোগিতায় বেতাগীর মোট চারটি ইউনিয়নে এ সহযোগিতা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি।
এ উপলক্ষে গত ৯ জুন বিবিচিনি ইউনিয়ন পরিষদ মাঠে ওই ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে পরিস্কার পরিচ্ছন্নতা উপকরণ সহ প্রয়োজন অনুযায়ী ১০০ পরিবারকে জনপ্রতি ৬ হাজার নগদ টাকা ও বাকি ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। একইভাবে ১২ জুন মোকামিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ওই ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে একই ধরনের সহযোগিতা করা করা হয়।
এসময় বেতাগীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ, জাগোনারীর প্রোগ্রাম ডিরেক্টর গোলাম মোস্তাফা, ম্যাপ ফোকাল রাবেয়া মুন্নি প্রমুখ উপস্থিত ছিলেন।
জাগোনারীর সহযোগিতা পেয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দা নকুল বলেন, রিমালে আমার ঘর বিধ্বস্ত হয়েছে। কিন্তু কিভাবে তা মেরামত করব সেই চিন্তায় ঘুম আসেনা। ঠিক এমন সময় আমার মতো গরীব মানুষদের পাশে দাড়িয়েছে জাগোনারী। যা স্বপ্নেও ভাবিনি।
বিবিচিনি ইউনিয়নের চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন বলেন, চমৎকার একটি উদ্যেগ বাস্তবায়িত হয়েছে। আমার ইউনিয়নের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য জাগোনারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার খুঁজে তাদেরকে সাহায্য সহযোগীতা করার জন্য জাগোনারীকে ধন্যবাদ জানাই।
বেতাগী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বলেন, সর্বদা অসহায় মানুষদের উন্নয়নে কাজ করছে জাগোনারী। তাদের প্রশংসনীয় উদ্যেগের জন্য ধন্যবাদ।
What's Your Reaction?