ত্রাণ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচার, সাইবার ট্রাইবুনালে মামলা
ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচারের অভিযোগে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করা হয়েছে।
বুধবার(১০ জুলাই) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী মো. মহিবুল্লাহ।
বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলায় আনা অভিযোগ তদন্ত করে মহিপুর থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন বলে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানিয়েছেন।
নালিশী মামলার বিবাদীরা হলেন- যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল ইসলাম সোহাগ, মহিপুর থানা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা ও সাবেক এমপি মাহাবুবুর রহমানের অনুসারী আরিফ বিল্লাহ নাসিম ও যুবলীগ নেতা শামীম আল সাইফুল সোহাগের অনুসারী এবং তার প্রচারণার দায়িত্বে থাকা রনি হোসেন রকি।
এদিকে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুসে উঠেছে কলাপাড়া,রাঙ্গাবালী,মহিপুর ও কুয়াকাটার সাধারণ জনগণ।নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
মামলার তথ্যে জানাযায়, মামলার বাদি সহ স্বাক্ষীরা গত ৯ জুলাই দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান বিবাদীরা যুবলীগ নেতা এ্যাড. ড. শামীম আল সাইফুল ইসলাম সোহাগের নির্দেশে একটি ভিডিও আপলোড করেছে। সেখানে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ছবি ও পরিচয় তার অনুমতি ছাড়া সংগ্রহ ও ব্যবহার করে তাকে হেয় প্রতিপন্ন এবং মান সম্মান ক্ষুন্ন করে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে সুপার ইডিট করে একটি ভিডিও প্রতিমন্ত্রীর অনুমতি ছাড়া তার ছবি ও পরিচিত ব্যবহার করে বিবাদীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তথ্য প্রচার করে আইনশৃংখলার অবনতি ঘটানোসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে ঘৃনা ও বিদ্বেষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা অপচেষ্টা করেছে।এতে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে এমনটি বলা হয়েছে।মামলায় ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে ১ নম্বর স্বাক্ষী হিসেবে রাখা হয়েছে।
মামলার বাদী মো. মহিবুল্লাহ বলেন, সাইবার আইনে মামলা ছাড়াও এ ঘটনায় রাঙাবালী ও কলাপাড়া থানায় পৃথক দুইটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে।
এসময় তিনি বলেন মামলার দুই নম্বর আসামি রনি হোসেন রকির প্রধান অর্থদাতা কেন্দ্রীয় যুবলীগ নেতা শামীম আল সাইফুল সোহাগ।রনির পুরো ফেইসবুক জুড়ে শুধু সোহাগ বন্দনা তার নির্দেশেই আরিফ বিল্লাহ ও রনি ফেইসবুকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় কে হেয় করা এবং রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এ ঘটনা ঘটিয়েছে।মূলত গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচসংসদ সদস্য পপ্রার্থী ও সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন শামীম আল সাইফুল সোহাগ।তিনি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় কে তার প্রতিদন্দি ভেবে এ ধরনের নোংরামি করেছে বলেও জানান মামলার বাদি।
What's Your Reaction?