ঢাবিতে ছাত্রী পেটানো সেই ছাত্রলীগ কর্মী রুবেলের শাস্তির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

Aug 11, 2024 - 21:52
 0  143
ঢাবিতে ছাত্রী পেটানো সেই ছাত্রলীগ কর্মী রুবেলের শাস্তির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন
ঢাবিতে ছাত্রী পেটানো সেই ছাত্রলীগ কর্মী রুবেলের শাস্তির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনরত ছাত্রীদেরকে পেটানো সেই ছাত্রলীগ কর্মী রুবেলের সর্বোচ্চ শাস্তি চেয়ে রাস্তায় নেমেছে তার নিজ এলাকার সর্বস্তরের মানুষ। শনিবার শেষ বিকেলে কুয়াকাটা চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅধিকার পরিষদ, ছাত্রদল সহ স্থানীয় বেশ কয়েকটি সংগঠনের কয়েক’শ মানুষ অংশ নেয়।

জানা যায়, রুবেল খান কুয়াকাটা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। সে কুয়াকাটা পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য মো. নুরু খানের ছেলে। তিনি দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভার ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলা সংঘর্ষের পরেই এমন ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ছবি ভাইরালের পরপরই নিজ এলাকার সাধারণ মানুষ ও সাবেক ছাত্রলীগ কর্মীরাও তার এই কাজের নিন্দা জানিয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কুয়াকাটার মানুষ হিসেবে তাঁরা লজ্জিত। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মারধর করা এবং স্বৈরাচারী সরকারের পেটুয়া বাহিনী হয়ে কুয়াকাটা থেকে ঢাকায় গিয়ে ছাত্র-ছাত্রীদের মারধরের কারণে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শহিদুল ইসলাম, ও সুরুজ খান। ছাত্র অধিকার পরিষদের বনি আমিন সিফাত ও মোঃ রেজাউল মোল্লা, কুয়াকাটা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হানিফ গাজীসহ কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow