কলাপাড়ায় এবিএম মোশারফ হোসেন এর শুভ আগমন উপলক্ষে গণ সংবর্ধনা

Sep 4, 2024 - 14:01
 0  47
কলাপাড়ায় এবিএম মোশারফ হোসেন এর শুভ আগমন উপলক্ষে গণ সংবর্ধনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আপনাদের সামনে দাড়িয়েছি। এতগুলো বছর পরে মুক্ত-স্বাধীনভাবে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি।

রোববার (১ সেপ্টেম্বর) কলাপাড়ায় আগমন উপলক্ষ্যে উপজেলা বিএনপি আয়োজিত এক গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই দীর্ঘ সময় দেশটাকে অবরুদ্ধ করে রেখেছিলো ছাত্র-জনতার ভয়ে পালিয়ে যাওয়া খুনি হাসিনা। আর তাকে অবৈধভাবে টিকিয়ে রেখেছিলো সম্প্রতি আমাদের পানিতে ডুবিয়ে দেয়া দেশ ভারত।

তিনি আরও বলেন, ‘আমি নিজেও সাড়ে ৬ মাস অবৈধ সরকারের কারাগারে ছিলাম। কিন্তু আজ জনগণের কাছে সবকিছু স্পষ্ট হয়ে গেছে। আয়না ঘর, গুম, খুনসহ সমস্ত অপরাধের বিচার এই দেশেই হবে। যার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন।

তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ‘কোনো শালিস বাণিজ্যে বিএনপি’র নেতারা জড়াবেন না। কোনো নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে তাদেরকে বহিস্কার করা হবে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মোঃ হুমায়ূন শিকদারের সভাপতিত্বে ও কলাপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি এবং উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খন্দকারের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মো. মোশতাক আহম্মেদ পিনু, রাঙ্গাবালী উপজেলা বিএনপি’র সভাপতি আবদুর রহমান তালুকদার, কলাপাড়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুজ্জামান খোকন, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, মহিপুর থানা বিএনপি’র সভাপতি আবদুল জলিল হাওলাদার প্রমুখ।

এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১৪, পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেনকে জয়যুক্ত করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার প্রত্যয় ব্যক্ত করেন।। গণ-সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, পটুয়াখালী জেলা বিএনপি, কলাপাড়া-রাঙ্গাবালী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দস হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের রূহের মাগফেরাত কামনা করেন কলাপাড়া পৌর বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. ফোরকানুল ইসলাম।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow