নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
বরগুনা জেলার সকল সাংবাদিকদের সাথে বরগুনা জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল মতবিনিময় করেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে সভায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময় এবং বর্তমান সময়ের আইন শৃংখলা পরিস্থিতি ও করণীয় কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভায় স্বাগত বক্তব্যে নবাগত পুলিশ সুপার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্বার মাগফেরাত কামনা ও ক্ষতিগ্রস্থদের প্রতি সহমর্মিতা জানান। বৈষম্যবিরোধী আন্দোলনে নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে এখন আইন রক্ষায় সকলের সহযোগিতায় একে অপরের পরিপুরক হিসেবে কাজ করার আহ্বান জানান।
সভায় বরগুনা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা কাদের, সাধারণ সম্পাদক জাফর হাওলাদার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) মাহামুদ হাসান তাপস, সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। পরামর্শ শ্রবণ শেষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবাগত পুলিশ সুপার তার মতামত প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ মোজাম্মেল হোসেন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান প্রমুখ।
What's Your Reaction?