ভারতের মণিপুরে ছাত্র আন্দোলন, ৫ দিন ইন্টারনেট বন্ধ ঘোষণা

Sep 10, 2024 - 22:44
 0  220
ভারতের মণিপুরে ছাত্র আন্দোলন, ৫ দিন ইন্টারনেট বন্ধ ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সহিংসতা উষ্কে দিতে পারে এমন আশঙ্কায় ভারতের মণিপুরে পাঁচ দিনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।

খবর ইন্ডিয়া টুডে

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মণিপুর রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মণিপুর রাজ্যের আঞ্চলিক অধিক্ষেত্রে ১০ সেপ্টেম্বর বিকেল থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত পাঁচ দিনের জন্য ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবাগুলোর ওপর সাময়িক স্থগিতাদেশ দেয়া হয়েছে।’ 

বিগত কয়েক মাস মণিপুরে কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করলেও গত সপ্তাহে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় এবং খ্রিষ্টান কুকি সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। নতুন সংঘাতে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্তের আগেই মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল এবং আশপাশের অঞ্চলগুলোতে কারফিউ জারি করা হয়েছে। সোমবার ছাত্রদের নেতৃত্বে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জের ধরে এমন সিদ্ধান্ত নেয়া হয়। বিক্ষোভকারীরা গত সপ্তাহে প্রাণঘাতী অস্ত্র এবং ড্রোন হামলার জন্য অভিযুক্ত বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow