কয়রায় বিএনপি নেতা বাবুলের বিরুদ্ধে চাঁদা দাবি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ

Sep 19, 2024 - 20:23
 0  457
কয়রায় বিএনপি নেতা বাবুলের বিরুদ্ধে চাঁদা দাবি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ
কয়রায় বিএনপি নেতা বাবুলের বিরুদ্ধে চাঁদা দাবি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ

আসাদ শেখ, খুলনা কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলা সদরে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। কয়রা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুলের নেতৃত্ব হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১২:০০ দিকে এ হামলার ঘটনা ঘটে।

দোকান মালিক মনিরুজ্জামান জানান,আমি দোকানে পৌঁছানোর পর বিএনপির সদস্য সচিব বাবুলের ফোন পাই। ফোনে আমাকে সাক্ষাৎ ও দেন দরবার মিটাতে বললে আমি সাব জানিয়ে দেই আমার সাথে আপনার কোন দেন দরকার নেই প্রতি উত্তরে গালিগালাজ করা হয় এবং দোকানে অবস্থান করতে বলা হয়। ফোন কল কেটে দেওয়ার পরে আমি কয়রা থানার পুলিশ ও কোস্টগার্ডের অস্থায়ী ক্যাম্পে অবহিত করি আধা ঘন্টার মধ্যে কয়রা থানার তদন্ত অফিসার এসআই সহ সঙ্গীয় ফোর্স নিয়ে আমার দোকানে উপস্থিত হয় আমার বাবা ভাইসহ দোকানের কর্মচারীদের শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য দোকান ত্যাগ করতে বলে মুহূর্তেই প্রশাসনের উপস্থিতিতে  কয়রা থানা বিএনপির সদস্য সচিব বাবুলের নেতৃত্বে দোকানে হামলা করেন রবিউল ঢালী পিতা আহম্মদ ঢালী। নজরুল  ঢালী আজিজুল ঢালী পিতা মৃত্যু ইমান আলী ঢালী।রোকন গাজী পিতা লুৎফর গাজী। আইয়ুব ঢালী পিতা মৃত শহর ঢালী এছাড়া ২৭-৩০ জনের একটি সন্ত্রাসী দেশীয় অস্ত্র সজ্জিত দল  দোকানে হামলা চালায়। তারা দোকানে ব্যাপক ভাঙচুর করে এবং মালামাল ও টাকাপয়সা  লুটপাট করে নিয়ে যায়।

ঘটনাস্থলে যেয়ে জানতে পারি হামলায় দোকানের মালিক মনিরুজ্জামানসহ ৫ থেকে ৬ জন ব্যবসায়ী এ হামলার শিকার হয়   মুনসুর গাইন (৪৫), মিলন হোসেন (২২)আল মামুন (২২) এবং নুরুল হুদা (৫০) গুরুতর অবস্থা হওয়ায়  জরুরী চিকিৎসার সেবানিতে তাৎক্ষণিক অন্তত তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের মধ্যে মুনসুর গাইনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য হামলাকারীদের বিরুদ্ধে ৫ আগস্টের পর কয়রা থানায় ঘাট দখল, ঘের দখল,জমি দখল চাঁদাবাজি ও লুটপাটসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাদের উৎপাতে  কয়রায় সাধারণ জনগণ অতিষ্ঠ। ভয়ে সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে মুখ খুলছে না!

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী একজন জানান, আওয়ামীলীগ আমলে কয়রায় লুটপাটের পরিস্থিতি ছিল,এখনো একটি গ্রুপ সেই একই কাজ করে যাচ্ছে। প্রশাসন ও রাজনৈতিক দলকে তিনি এসমস্ত দুবৃত্তদের কঠোর হাতে দমন করার অনুরোধ করেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow