শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনা সদর থানা পুলিশের পূজা মন্ডপ পরিদর্শন

Sep 22, 2024 - 19:31
 0  238
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনা সদর থানা পুলিশের পূজা মন্ডপ পরিদর্শন

ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপের সার্বিক নিরাপত্তা রক্ষায় নবাগত পুলিশ সুপার বরগুনা মোঃ ইব্রাহিম খলিল ও সদর সার্কেল বরগুনার দিক নির্দেশনায় বরগুনা থানা পুলিশ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছে।

আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা এবং ১৩ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে শেষ হবে। 

এরই ধারাবাহিকতায়, আজ ২২ সেপ্টেম্বর সদর থানার অফিসার ইনচার্জ বরগুনার আওতাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। প্রত্যেকটি মন্ডপের পূজা কমিটির সকল সদস্য ও পূজা মন্ডপে সার্বক্ষণিক নিয়োজিত পাহারাদারদের সাথে সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়। 

শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবছরও বরগুনা সদর থানা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। দুর্গা পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত বিভিন্ন জায়গায় চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। 

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং আগামী ৯ অক্টোবর নিরাপত্তা জোরদার করতে বরগুনা সদর থানার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন ও টহল জোরদারসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow