দুর্নীতিবাজ দুই এডিসি'র বদলির দাবিতে বরগুনায় বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Oct 6, 2024 - 12:46
 0  599
দুর্নীতিবাজ দুই এডিসি'র বদলির দাবিতে বরগুনায় বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নানা অনিয়ম-দুর্ণীতির অভিযোগ এনে বরগুনার দুই অতিরিক্ত জেলা প্রশাসকের বদলীর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বরগুনা শহরের নাগরিকরা।

এছাড়াও গণস্বাক্ষর দিয়ে স্মারকলিপি প্রদান করেছে জনপ্রশাসন সচিবের বরাবরে। বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে আজ (রোববার) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে এবং তার স্ত্রী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাসের বদলীর দাবিতে ফুঁসে উঠেছে বরগুনা শহরের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ও দৈনিক দীপাঞ্চলের সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর রফিকুল ইসলাম টুকু, বরগুনা বন্দর ক্লাব অ্যাসোসিয়েশনের আহবায়ক শামসুল আলম শানু, বরগুনা চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক দিলীপ কর্মকার, ব্যবসায়ী জহিরুল হক পনু, দৈনিক সৈকত সংবাদের সম্পাদক জহিরুল হাসান বাদশা, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সাবেক কাউন্সিলর মীর শওকত হোসেন, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, পরিবেশ আন্দোলন কর্মী মুশফিক আরিফ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব সাংবাদিক রেজাউল ইসলাম টিটু।

অভিযোগে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে এবং তার স্ত্রী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শুভ্রা দাস গত তিন বছর ধরে বরগুনা জেলা প্রশাসনে থেকে একটি সিন্ডিকেট তৈরি করে ঘুষ বাণিজ্য করে আসছে। খাস জমি উদ্ধারের নামে অসংখ্য মানুষকে উচ্ছেদ করে পুনরায় সেই জমি বন্দোবস্ত দিয়ে করে কোটি কোটি টাকার হাতিয়ে নিয়েছে এরা। এই সিন্ডিকেটের জাঁতাকলে বরগুনার মানুষ অতিষ্ঠ হয়ে আজ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এই দুই কর্মকর্তাকে বদলি করে বরগুনার মানুষকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলন কর্মীরা।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow