নির্বাচনের আগে যা যা করতে চায় আউয়াল কমিশন?

Aug 19, 2023 - 13:41
 0  55
নির্বাচনের আগে যা যা করতে চায় আউয়াল কমিশন?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র চার মাস। এই চার মাসেই কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনকে সংসদ নির্বাচনকেন্দ্রিক সব ধরনের কর্মযজ্ঞ শেষ করতে হবে। এ লক্ষ্যে আগামী সোমবার (২১ আগস্ট) বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের আসন্ন ২১ আগস্টের সভায় প্রায় সব আলোচ্য বিষয় হবে সংসদ নির্বাচনকেন্দ্রিক। তবে এর মধ্যে একটি আলোচ্য বিষয় সিইসিসহ নির্বাচন কমিশনারদের “পারিতোষিক ও বিশেষাধিকার” সংক্রান্ত।

এ অবস্থায় প্রশ্ন দেখা দিতেই পারে- তাহলে কি আরও সুযোগ-সুবিধা চাচ্ছে আউয়াল কমিশন? কিন্তু এ নিয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি সংশ্লিষ্টরা।

এদিকে গত ৩১ জুলাই আচমকাই প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। যদিও বৈঠকের পর সিইসি বলেছিলেন- তার অফিস (নির্বাচন কমিশন সচিবালয়) পরবর্তীতে সাক্ষাৎ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানাবেন। কিন্তু পরবর্তীতে সাংবাদিকদের এ বিষয়ে আর কিছু জানায়নি ইসি।

তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই ইসির প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে এসেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিশেষ আইনে আরও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল। প্রধান বিচারপতির সঙ্গে সিইসির গত ৩১ জুলাই যে সাক্ষাৎ হয়েছিল, সেখানেও এসব বিষয়ে আলোচনা হতে পারে। কারণ, প্রধান বিচারপতি ও সিইসিসহ কমিশনাররা বিশেষ আইনে সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

এ কর্মকর্তা আরও জানান, আগামী সোমবার কমিশন সভায়ও সিইসিসহ কমিশনারদের “পারিতোষিক ও বিশেষাধিকার আইন-২০২৩” নিয়ে আলোচনা করা হবে। এটা আলোচ্য বিষয়ের প্রথমেই আছে। যেহেতু কমিশন সভায় এটি নিয়ে আলোচনা হবে, সেহেতু বলাই যায় নিজেদের ক্ষমতা বা সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে কিছু একটা করতে চাচ্ছে বর্তমান কমিশন।

সোমবার কমিশন সভায় আলোচনায় থাকতে পারে যে ৭ বিষয় 

ক. প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন-২০২৩।
খ. নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ এর সংশোধন।
গ. স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন ২০১০ এর সংশোধন।
ঘ. জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের উদ্দেশ্যে প্যানেল প্রস্তুতের নির্দেশিকা।
ঙ. নির্বাচনকালীন অতিরিক্ত সময় দায়িত্ব পালনের জন্য আপ্যায়ন বাবদ অর্থ প্রদান সংক্রান্ত গাইডলাইন।
চ. নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ২০২৩-২৪ সালের প্রশিক্ষণ বর্ষপঞ্জির খসড়া চূড়ান্তকরণ।
ছ. বিবিধ



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow