২৮ অক্টোবরের হত্যার প্রতিবাদে পাথরঘাটায় জামায়াতের বিক্ষোভ মিছিল।
বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা শাখা। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠা দ্বারা নৃশংস ভাবে মানুষ হত্যা করা হয়।
এর প্রতিবাদে সোমবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে তারা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা কে এম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমবেত হন।
পরে উপজেলা জামায়াতের আমীর মোঃ শামীম আহসানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে গোলচত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বরগুনা জেলা নায়েবে আমির আবু জাফর মো. সালেহ, ইসলামী ছাত্রশিবিরের পাথরঘাটা উপজেলার সভাপতি রাকিব হাসান ও পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মাহবুবুর রহমান খান। উপজেলা আমীর মোঃ সামিম আহসান এর বক্তব্যর মধ্যে দিয়ে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।
What's Your Reaction?