দীর্ঘ ১৭ বছর পর বরগুনায় জামায়াতের সমাবেশ
বাংলাদেশের দ্বিতীয় টুঙ্গিপাড়া খ্যাত বরগুনায় দীর্ঘ ১৭ বছর পর জামায়াতে ইসলামীর গণ সমাবেশ করেন। এতদিন যারা রাজনৈতিক মঞ্চ কাঁপিয়েছেন আজ তারা পর্দার আড়ালে। আর দীর্ঘ ১৭ বছর যারা ছিল নিষিদ্ধ তারা আজকে রাজনৈতিক মঞ্চ কাঁপিয়ে বেড়াচ্ছেন।
জামাতের পতাকাতলে এসে আশ্রয় নেওয়ার আহ্বান জানাচ্ছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মহিবুল্লাহ হারুন।
আজ (২৮ অক্টোবর) সোমবার বিকাল ৪ টায় পড়ন্ত বিকালে বরগুনা পৌর ভবন সংলগ্ন অটো স্ট্যান্ডে খুনীদের বিচারের দাবীতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৮ অক্টোবর ২০০৬ সালে লগি বৈঠা নিয়ে মানুষ হত্যা করে স্বৈরাচার সরকার আওয়ামী লীগ। দিনটিকে স্মরণ করে খুনিদের বিচারের দাবীতে গণ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা সদর উপজেলা ও পৌর শাখা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর মাওঃ মুহিবুল্লাহ হারুন। বিশেষ অতিথি ছিলেন, জেলা শাখার সেক্রেটারী জেনারেল এস এম আফজালুর রহমান, সহকারী সেক্রেটারী জেনারেল আসাদুজ্জামান আল মামুন, বরগুনা সদর উপজেলার নায়েবী আমীর মাওলানা আবদুল লতিফ, বরগুনা পৌর আমীর মাওলানা আবদুল জলিল, ছাত্র শিবিরের বরগুনা জেলা শাখার সভাপতি সুমন আব্দুল্লাহ প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন, বরগুনা সদরদর উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল আমিন কাজী।
জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর মাওঃ মুহিবুল্লাহ হারুন বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার হাতে যে খুনি হাসিনার পতন হয়েছে, সেই সরকারের সকল বিচার বাংলাদেশের মাটিতে হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে। এ দেশের রাজনীতিতে নতুন ধারার সৃষ্টি হবে।
সমাবেশে বক্তারা স্বৈরাচারী শেখ হাসিনার বিচার নিশ্চিত করণে অর্ন্তবর্তী সরকারের কাছে জোর দাবী জানান।
What's Your Reaction?