বরগুনায় ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়া দান কর্মসূচির মহড়া অনুষ্ঠিত

Oct 31, 2024 - 22:17
 0  431
বরগুনায় ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়া দান কর্মসূচির মহড়া অনুষ্ঠিত

বরগুনা জেলাধীন সদর উপজেলার কেওড়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে (৩১ অক্টোবর) বৃহস্পতিবার ঘূর্ণিঝড় বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে মাঠ মহড়া আয়োজন করেন বুড়িরচর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

অর্থায়নে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) ও বাস্তবায়নে সুশীলন। এ অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের  সময়ে করনীয় কাজ সম্পর্কে অভিনয়ের মাধ্যমে উপকূলীয় সাধারন মানুষকে সচেতন করেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা। এছাড়া উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দিন।

সুশীলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী তাপস দত্ত, বরগুনা সদর উপজেলা সমন্বয়কারী মাহমুদুল হাসানসহ আরো অনেকে। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৬ নং বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির।

সচেতন মূলক মাঠ মহড়া দেখতে আসা এলাকাবাসী বলেন, এমন মহড়া আয়োজন করায় কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। তারা আরো বলেন, এই মাঠ মহড়ার মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের  সময়  করনীয় অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছি। তারা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে করনীয় বিষয়গুলো তুলে ধরেছে। আমরা চাই প্রতি বছর এমন মাঠ মহড়ার আয়োজন করা হোক।

সুশীলনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পটি বরগুনা সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে তারা। বুড়িরচর ইউনিয়ন পরিষদ ছাড়াও আয়লা পাতাকাটা, ঢলুয়া, এম বালিয়াতলী এবং নলটোনা ইউনিয়নে এই মহড়া পর্যায়ক্রমে চলবে।

উক্ত মাঠ মহড়াটির নাম ‘সাগর পাড়ের জীবন যুদ্ধ’। গল্পেঃ মাহফুজ আলম, পান্ডুলিপি ও নির্দেশনাঃ মনোজ মন্ডল, পরিবেশনায়ঃ অদিতি, খুলনা, বাস্তবায়নেঃ সুশীলন, বরগুনা।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow