কয়রা উপজেলা যুবদলের সভাপতির বিরুদ্ধে ঘের দখলের অভিযোগে মামলা

Nov 7, 2024 - 21:16
 0  1799
কয়রা উপজেলা যুবদলের সভাপতির বিরুদ্ধে ঘের দখলের অভিযোগে মামলা
কয়রা উপজেলা যুবদলের সভাপতির বিরুদ্ধে ঘের দখলের অভিযোগে মামলা | Conceptual image By Google

খুলনার কয়রা উপজেলা যুবদলের সভাপতি শরিফুল ইসলামসহ আরও ১২ জনের বিরুদ্ধে মাছের ঘের দখলের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

 গত সোমবার (৩ নভেম্বর) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ঘের মালিক মিজানুর রহমান এই মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে কয়রা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার দশহালিয়া মৌজায় মিজানুর রহমানের ২০ বিঘা জমির চিংড়ি মাছের ঘের রয়েছে। গত ৩১ অক্টোবর যুবদলের সভাপতি শরিফুলের নির্দেশে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘেরে প্রবেশ করে। ঘের মালিকের ছেলে বাঁধা দিলে তাকে মারধর করে ঘের থেকে বের করে দেয়া হয় এবং ঘেরের বাসা ভাঙচুর করা হয়। এরপর প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ লুট করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। 

মিজানুর রহমান আরও জানান, কয়েকদিন আগে যুবদলের সভাপতি শরিফুল ইসলাম তার কাছে ৭০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শরিফুল তার লোকজন নিয়ে ঘের দখল করেন। বিষয়টি পুলিশকে জানানো হলেও সেখানে টাকা দিয়ে সমঝোতা করার পরামর্শ দেয়া হয়। পরবর্তীতে আদালতে মামলা করা হয়। 

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে যুবদলের সভাপতি শরিফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নই এবং কারা ঘের দখল করেছে সেটাও আমি জানি না। মাঝেমধ্যে থানায় বসাবসি হলে তখন জানতে পারি। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার সুনাম নষ্ট করতে মিথ্যা অপপ্রচারে লিপ্ত আছে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow