বরগুনায় বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কমিটি গঠন; সভাপতি আকতার, সম্পাদক আমান
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বরগুনা জেলা শাখার কমিটি গঠন হয়েছে। বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর মোঃ আকতার হোসেনকে সভাপতি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ষ্টেনোগ্রাফার মোঃ আমান উল্লাহকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৩.৩০ টার সময় বরগুনা জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে এক সাধারণ সভায় মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করে আগামী ০২ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বরগুনা জেলা শাখার নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ বলেন, আগামী ০২ বছরে এসোসিয়েশনকে এগিয়ে নিতে কাজ করে যাবো।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বরগুনা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি মোঃ আকতার হোসেন জানান, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনকে গতিশীল করার লক্ষ্যে আগামী দিনে কাজ করে যাব। এসোসিয়েশনের মূল লক্ষ যাতে প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে পরিকল্পনা এবং সদস্যদের মতামত নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
What's Your Reaction?