বরগুনায়জাতীয় আগাম কার্যক্রম বিষয়ক সিমুলেশন অনুষ্ঠিত
বরগুনা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এ সিমুলেশন অনুষ্ঠিত হয়।
সোমবার (০২ ডিসেম্বর) সকালে জেলার পাথরঘাটা উপজেলায় বাদুরতলা গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি)'র পরিচালক আহমাদুল হক, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আতিকুল ইসলাম, পাথরঘাটার উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচাল ড. শামীম হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক শাহজাহান সাজু, পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা কৃষি কর্মকতা সহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থার প্রতিনিধিবৃন্দ।
উক্ত সিমুলেশন এ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিপিপি স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করে বিভিন্ন চরিত্রের মাধ্যমে ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতিমূলক কার্যক্রমগুলো ফুটিয়ে তোলেন, যাতে করে স্থানীয় মানুষজন এ থেকে শিক্ষা লাভ করতে পারে এবং ঘুর্ণিঝড়ের পূর্ব মুহুর্তে তারা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হয়।
What's Your Reaction?