মানবতার ফেরিওয়ালা বিএনপি নেতা রবি বিশ্বাস
সমাজ বিনির্মাণের প্রত্যয়ে কিছু মানুষ আছেন যাঁরা গড়ে উঠেন সমাজের প্রয়োজনেই। কাজ করেন যাঁরা সমাজ বিনির্মাণের জন্য। কিন্তু কিছু মানুষ এই সমাজে মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করেন, তবে তা নীরবে নিভৃতে। এমনই একজন মানুষ মো.রবিউল ইসলাম (রবি বিশ্বাস) । আত্মপ্রচার নয়, আত্মতৃপ্তিই যাঁর মূল উদ্দেশ্য। মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়া তেমনই একজন মানুষ তিনি। কখনও মাদরাসার এতিমদের পাশে আবার কখনও কোন দরিদ্র মানুষের পাশে কখনো অসুস্থ মানুষের কল্যাণে কাজ করায় তার নেশা। প্রতিদিন কোন না কোন ভাল কাজ করা তার নিত্যদিনের অভ্যাস।
রবিউল ইসলাম ৮ নং কলোড়া ইউনিয়নের আগদিয়ার চর এলাকার মৃত মো: শামসুর রহমান বিশ্বাসের ছোট পুত্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য প্রান উৎস্বর্গকারী নেতা মরহুম রফিকুল ইসলাম ও মরহুম মফিজুর ইসলামের ছোট ভাই রবি বিশ্বাস। বর্তমানে তিনি ব্যবসায়িক কাজে সৌদি আরব থাকেন। বিদেশের মাটিতে থেকেও যেনো তার দেশের মানুষের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি।প্রতিটি এলাকার সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে চলেছেন তিনি। ধর্ম বর্ন নির্বিশেষে প্রতিটি মানুষের সাথে তার গভীর সম্পর্ক যেনো ইউনিয়নের প্রতিটি মানুষ তার পরিবারের সদস্য।
এলাকাবাসী বলেন, রবি বিশ্বাস এমন একজন মানুষ তিনি বিদেশে থেকেও ইউনিয়নের প্রতিটি পরিবারের খোজ তিনি রাখেন কোথায় কে অসুস্থ কোথায় কে না খেয়ে আছে, তিনি তার ইনকামের টাকা বেশি অংশ ইউনিয়নের সেবার কাজে বিলিয়ে দেন।
রবিউল ইসলাম রবি বিশ্বাস বলেন ৮ নং কলোড়া ইউনিয়নের জনগণের সেবা করতে গিয়ে আমার দুইটি বড় ভাই জীবন উৎস্বর্গ করেছে। আমি আমার ভায়েদের শেষ ইচ্ছা নিঃস্বার্থভাবে জনগণের পাশে সুখেদুঃখে থাকবো।এই ইউনিয়নের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য।
What's Your Reaction?