ভাঙ্গাচোরা ভবন আর অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী দিয়েই চলছে কয়রা বেদকাশি উপস্বাস্থ্য কেন্দ্রটি

Dec 10, 2024 - 21:14
 0
ভাঙ্গাচোরা ভবন আর অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী দিয়েই চলছে কয়রা বেদকাশি  উপস্বাস্থ্য কেন্দ্রটি

খুলনা জেলার  সুন্দরবন উপকূলীয় জনপদ এই কয়রার  সদর ইউনিয়নের দক্ষিণ প্রান্তে সুন্দরবনের গাঘেষা বেদকাশী উপ-স্বাস্থ্য কেন্দ্রটির ভবন  দীর্ঘদিন ভাঙ্গাচোর অবস্থায়  আছে। স্থানীয় বাসিন্দাদের দাবি স্বাস্থ্য বিভাগের  উদ্ধতন  কর্তৃপক্ষের কাছে বারবার দাবি করেও এ ব্যাপারে পাচ্ছেন না কোন সাড়া।

কয়রা সদর ইউনিয়নে দুই নম্বর কয়রা কাশির খালদার উপস্বাস্থ্য কেন্দ্রটি  ১৯৮২ সালে   মোংলাই শেখের ওয়ারেস গনের দান করা ৩৩ শতাংশ জমিতে নির্মিত হয়। শুরুতেই  পাকা দেয়াল ও উপরের টিনসেড দিয়ে স্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করা হয়। ১৯৮৮ সালের  ঘূর্ণিঝড়ে ঘরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে তৎকালীন আংশিক মারামত করা হয়। ২০০৯ সালে  ঘূর্ণিঝড় আইলায় আবারো ক্ষতিগ্রস্ত সহ  দীর্ঘদিন লবণ পানিতে ডুবে থাকে। স্থানীয়ভাবে সাধারণ মানুষের প্রচেষ্টায় তৎকালীন  চেয়ারম্যানের সহযোগিতায়  ইউনিয়ন পরিষদ থেকে  সরকারি একটি টিআর বরাদ্ধ পেয়ে  ভবনটি রিপেয়ারিং করে।  এরপর স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা  সহ কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তারা এলাকাবাসী বারবার  জানালে  এই উপ-স্বাস্থ্য কেন্দ্রটি ইতিপূর্বে আনুষ্ঠানিকভাবে  পরিদর্শন করলেও অদ্যবধি   ভবনটি  মেরামত  নতুন কোন ভবন নির্মাণের  জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। বর্তমানে ভবনটির খুবই জরাজীর্ণ অবস্থায় আছে খ কেন্দ্রের টয়লেটিও একেবারেই ব্যবহারের অনুপোযোগি।

 ভাঙ্গাচোরা জরাজীর্ণ স্বাস্থ্য কেন্দ্রটি যেন অভিভাবকহীন  সরকারি প্রতিষ্ঠান । স্থানীয়রা দীর্ঘদিন যাবত একাধিকবার বলেও ভবন সংস্কার সহ কোন চিকিৎসক দেওয়া হয়নি হাসপাতালটিতে।আশেপাশে গ্রামের গরিব রোগী প্রতিদিন গড়ে দেড়শত থেকে দুইশত জন আসে এখানে চিকিৎসা সহ ঔষধ নিতে। দুই নম্বর কয়রা গ্রামের বাসিন্দা বৃদ্ধ কেনারাম বিশ্বাস বলেন, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ আমাকে প্রতিদিন ওষুধ খেতে হয় ,টাকার অভাবে আমি ভালো ডাক্তার দেখাতে পারিনা ওষুধ কিনে খেতে পারিনা। একজন ভাল ডাক্তার দিয়ে দেখাতে গেলে ৫০০ থেকে ১০০০ টাকা শুধু ভিজিট দিতে হয় কোথায় পাব এত টাকা। এই সরকারি ক্লিনিকে আমি দশ বছরেরও বেশি ডাক্তার দেখাই এবং থ্রি ওষুধ নিয়ে খাই। বেশ কিছুদিন যাবত ক্লিনিক তো বন্ধ ছিল শুনলাম বাবু ডাক্তার নাকি চলে গেছে বাধ্য হয়ে আমাকে ২-৩ মাইল পায়ে হেঁটে বেদকাশি দিঘীরপাড়ের একটা ক্লিনিক থেকে ওষুধ আনতে হয়।

ইতিপূর্বে  এখানে দায়িত্ব  নিয়ে  যেসব মেডিকেল অফিসার  এসেছিলেন তাদের দুই একজনকে কয়রা বাজারে প্রাইভেটে নামিদামি ওষুধের দোকানে বসে রোগী দেখর কথা শোনা যায়। এ স্বাস্থ্য কেন্দ্রের থেকে বদলি হওয়া ও অবসাদে যাওয়া মেডিকেল জনৈক এক অফিসারের অফিসারের কাছে কেন কোন কারনে এখানে কোন ডাক্তার দীর্ঘদিন আসছে না কেন নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, এখান থেকে কয়রা সদর ৫ কিলোমিটারের মতো দূরে। এখানে কেউ পোস্টিং নিলে থাকবে কোথায় ভবনের যে অবস্থা এখানে বসে রোগী দেখতেই তো ভয় লাগে কখন যে টিনের চাল ভেঙ্গে মাথায় পড়ে এই আতঙ্কে থাকতে হয় । সে কারণে এখানে কেউ পোস্টিং নিতে চায় না। যদিও কারুর পোস্টিং হয় সে যেভাবে হোক অল্প দিনের মধ্যে বদলে এখান থেকে চলে যায়।

উত্তর বেদকাশি গ্রামের বাসিন্দা শেখ দাদারুল ইসলাম বলেন, এ হাসপাতালটি ভালোভাবে চালু থাকলে আমাদেরকে কষ্ট করে আর  চিকিৎসা নিতে প্রায় বিশ কিলো  দূরে জায়গীরমহল সরকারি যেতে হতো না,কয়রায় যেসব প্রাইভেট হাসপাতালে আছে  সেখানে চিকিৎসা নিতে গেলে আমাদের সামর্থই কুলায় না। নিরুপায় হয়ে  গ্রামের হাতুড়ি ডাক্তার দিয়ে  আমাদের চিকিৎসা নিতে হয়। অনেক সময় রোগীর  হিতী বিপরীত ঘটে। 

এ স্বাস্থ্য কেন্দ্রটিতে বর্তমানে দায়িত্বরত স্বাস্থ কর্মী মোহাম্মদ    আকবর হোসেন বলেন, টি এইচ ই স্যারের অনুমতিতে ও এলাকার মানুষের অনুরোধে আমি অবসরে থেকেও এ কেন্দ্রটিতে বর্তমানে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা সহ ঔষধ দিয়ে যাচ্ছে। তবে স্বাস্থ্য কেন্দ্রের ভবনটি বর্তমানে এত বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যেকোনো মুহূর্তে এটি ভেঙে যেতে পারে।

 সেজন্য এখানে বসে রোগী দেখতেও ভয় লাগে।

এ ব্যাপারে  কয়রা উপজেলা  স্বাস্থ্য  পরিবার পরিকল্পনা কর্মকর্তা  জনাব মোঃরেজাউল করিম(  টি এইচ ই ) বলেন,  বেদকাশি স্বাস্থ্য কেন্দ্রটি  অবস্থা খুবই নাযুক  উপর মহলে আমরা বারবার জানাচ্ছি  কিন্তু এখনও পর্যন্ত কোন কাজ হয়নি, এখানে বর্তমান ডাক্তার শুন্য  একজন অবসরপ্রাপ্ত  স্বাস্থ্য কর্মী দিয়ে    কেন্দ্রটি চালু রাখা হয়েছে।উপস্বাস্থ্য কেন্দ্রটির পুরাতন ভবন মেরামত  বা নতুন করে ভবন  তৈরির ব্যাপারে  সরকারিভাবে কোন বাজেট  হয়েছে কিনা আমি জানিনা  , কতদিন নাগাদ হতে পারে  সেটাও সঠিক ভাবে  বলতে পারিনা।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow