নড়াইল মুক্ত দিবসে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি
মো: নুরতাজুল ইসলাম (নড়াইল প্রতিনিধি)
নড়াইল মুক্ত দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে উঠে শহীদ মিনার চত্বর। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাসিব, টাস্ক ফোর্সের বিশেষ সদস্য নবাব মোল্লা ও শুভ মোল্লা। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই কর্মসূচিতে অংশ নেন।
নেতৃবৃন্দ জানান, মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং স্বাধীনতার গৌরবগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, "১৯৭১ সালের এই দিনে নড়াইল শত্রুমুক্ত হয়েছিল। এই দিনটি আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়।"
এই কর্মসূচিতে নড়াইলের তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল প্রশংসনীয়। মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মত্যাগের স্মৃতিচারণ করা হয়। কর্মসূচির সমাপ্তি ঘটে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে।
এই আয়োজন সবার প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের কর্মসূচি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
What's Your Reaction?