বেস্ট ভলেন্টিয়ার এওয়ার্ড ২০২৪ প্রদান নড়াইল জেলার প্রতিনিধিত্ব করেন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আল আমিন, সেরা ২০এ চুয়াডাঙ্গার লিমন
বিভিন্ন সামাজিক ও মানবিক সেবামূলক বিভিন্ন কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ বেষ্ট ভলান্টিয়ার এওয়ার্ড -২০২৪ প্রদান করা হয়েছে। জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমন সেরা ২০এ যায়গা করে নেন। তিনি ১৫তম এওয়ার্ড গ্রহন করেন।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়মূলক ও দাতব্য সংস্থা ভলান্টিয়ারি সার্ভিস ওভারসিজ (ভিএসও বাংলাদেশ) এ পুরস্কার প্রদান করে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেওয়া হয়। সারা বাংলাদেশ থেকে কয়েক হাজার অ্যাপ্লিকেন্টসদের মধ্য থেকে সেরা ২০ জন স্বেচ্ছাসেবক কে বেস্ট ভলান্টিয়ার এওয়ার্ড প্রদান করা হয় ।
ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খাবিরুল হক কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশনের কান্ট্রি ডিরেক্টর ড. রুবাবা খন্দকার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোকদ্দেম হোসাইন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন রোলান্ড ফরবেস ইউএনএফপির কান্ট্রি ডিরেক্টর মাসাকি ওয়াটাবে, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস ব্যাকস্ট্রোম, ইউএসএআইডি বাংলাদেশের মানবাধিকারবিষয়ক ডিরেক্টর এলেনা জে ট্যান্সি ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মি. এন্ড্রে কারস্টেন। এ সময় নড়াইল জেলার প্রতিনিধিত্ব করেন জেলা কমিটির সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার নড়াইল প্রেসক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক মোঃআল আমিন। এ বছর সেরা ১৫ তম পুরস্কারে ভুষিত হন চুয়াডাঙ্গা জেলার তরুণ আলমডাঙ্গা উপজেলার মাদ্রাসা পাড়া বাসিন্দা মোঃ আজিজুর রহমান ও মোছাঃ শামসুন্নাহার এর একমাত্র ছেলে লিমন । তিনি স্বেচ্ছাসেবীদের জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন ।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি সম্পর্কে মোঃ আসাদুজ্জামান লিমন বলেন,প্রত্যন্ত অঞ্চল থেকে স্বেচ্ছাসেবী কাজ শুরু করে দেশের জাতীয় পর্যায় পযর্ন্ত মুল্যায়িত হয়েছি , দযা অত্যন্ত সম্মানের এবং আত্মতৃপ্তির।
এই অ্যাওয়ার্ড আমার স্বেচ্ছাসেবী কাজের প্রত্যেক অংশীদারি সহযোদ্ধাদের উৎসর্গ করছি, সেইসাথে যারা আমাকে স্বেচ্ছাসেবী কাজে অনুপ্ররেণা এবং সাহস দিয়ে আসছে তাদের কৃতজ্ঞা প্রকাশ করছি। স্বেচ্ছাসেবী হিসেবে এই অর্জন গর্বের ও অনুপ্রেরণার। আগামীতে এই অর্জন আমাকে আরো শক্তি জোগাবে।
What's Your Reaction?