খুলনা জেলা বিএন‌পির আহবায়ক ক‌মি‌টি ঘোষণা

Dec 13, 2024 - 19:15
 0
খুলনা জেলা বিএন‌পির আহবায়ক ক‌মি‌টি ঘোষণা
খুলনা জেলা বিএন‌পির আহবায়ক ক‌মি‌টি ঘোষণা

প্রায় তিন মাস প‌রে খুলনা জেলা বিএন‌পির ক‌মি‌টি ঘোষণা করা হ‌য়ে‌ছে।  ১৩ ডি‌সেম্বর (শুক্রবার) দল‌টির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষ‌রিত এক প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে এ তথ‌্য জানা গে‌ছে।

আং‌শিক ক‌মি‌টি‌তে মনিরুজ্জামান মন্টু-কে আহবায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করা হ‌য়ে‌ছে। ০৩ সদস্য বিশিষ্ট আং‌শিক ক‌মি‌টি‌তে এ্যাড. মোমরেজুল ইসলামকে যুগ্ম আহবায়ক করা হ‌য়ে‌ছে।

গত ১৯ সে‌প্টেম্বর কেন্দ্রীয় বিএনপির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা বিএন‌পির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। প্রায় তিন মাস ক‌মি‌টি ছাড়া খুলনা জেলা বিএন‌পির কাজ মুখ থুব‌ড়ে পড়ে।

এর আগে ২০২১ সালের ৯ ডিসেম্বর আমীর এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক এবং এস এম মনিরুল হাসান বাপ্পীকে সদস্যসচিব করে তিন সদ‌স্যের ক‌মি‌টি ঘোষণা করা হয়। প‌রে ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow