নড়াইলবাসীর স্বপ্নের রেলযাত্রা দার উন্মোচন 

Dec 24, 2024 - 16:54
 0
নড়াইলবাসীর স্বপ্নের রেলযাত্রা দার উন্মোচন 

সব জল্পনা কে পাশ কাটিয়ে অবশেষে নড়াইলের উপর দিয়ে চললো ট্রেন। সেই বাহনে করে এলাকার লোকেরা দ্রুততম সময়ে যাতায়াত করতে পেরে আবেগে আপ্লুত সেই খুশিতে আটখানা নড়াইল বাসী। ২৪ ডিসেম্বর মঙ্গলবার জাহানাবাদ একপ্রেস খুলনা থেকে ভোরে এসে নড়াইলে পৌছায় সকার ৭ঃ৫৫ মিনিটে। প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন নড়াইল রেলষ্টেশনে পৌছালে নড়াইল পৌরসভার,দূর্গাপুর,ভওয়াখালি থেকে আসপাশের মানুষ।নড়াইলবাসী দীর্ঘদিনের স্বপ্ন ছিলো রেলপথে যোগাযোগ স্থাপন। এবার সেই স্বপ্ন পূরণ হল। ১৮৬২ সালে রেলপথ বাংলদেশে স্থাপনের পর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মত রেলপথ ব্যবহারের সুযোগ পেল নড়াইলবাসী।২৪ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকল্পের আওতায় খুলনা-ঢাকা-বেনাপোল-ঢাকা-খুলনা রুটের ট্রেন চালু হলো নড়াইলের বুকের উপর দিয়ে।এই রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রুপালী এক্সপ্রেস নামে একজোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু। এই প্রকল্পের ২৮ কিলোমিটার রেলপথ পড়েছে নড়াইলে। নড়াইল শহর ও লোহাগড়া উপজেলায় একটি করে রেলস্টেশনও নির্মাণ করা হয়েছে। ২০২২ সালে ২৫ জুন প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সেই ভোগান্তি অনেকাংশে কমে যায়। মধুমতী নদীর বুকে নির্মিত হয় দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট সেতু। দুই সেতু নির্মাণে পাল্টে যায় নড়াইলসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। এখন নড়াইল থেকে মাত্র তিন ঘণ্টায় ঢাকা পৌঁছানো যায়, যা স্বপ্নের মত। নড়াইলবাসী দীর্ঘদিনের আরেকটি স্বপ্ন ছিলো রেলপথে যোগাযোগ স্থাপন। এবার সেই স্বপ্ন প‚রণ হতে যাচ্ছে। সড়কপথের পাশাপাশি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মত রেলপথ ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে নড়াইলবাসী। এতদিন যারা রেলের কাজ দেখেছেন আর রেললাইনে ঘুরে বেড়িয়েছেন তারা এখন নতুন ট্রেনের অপেক্ষায় ষ্ট্রেশনে ভীড় করছেন। শিক্ষানুরাগী এডঃকাজি আফসারুল ইসলাম জানান,এটা আমাদের স্বপ্নের মতো ছিলো,অবশেষে তা পূরন হলো রেল যাত্রার মাধ্যমে। আমার মেয়ে ঢাকা বসবাস করার সুবাদে আমি এই স্বপ্নের সারথি হতে পেরে আনন্দিত। মোবাইল সাংবাদিক খালিদ হাসান জানান,প্রথম ট্রেনের স্বাক্ষী হতে অনলাইনে টিকিট ক্রয় করেছি,এখন স্বপ্নের ট্রেনে যাত্রা করতে পেরে অসাধারণ ভাল লাগছে। রেলের প্রথম শিডিউলের যাত্রী জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট ইকবাল হোসেন সিকদার বলেন, উদ্বোধন দিন বলে প্রায় ১ ঘন্টা দেরিতে ঢাকায় পৌছায় ১০ঃ৪৫ মিনিটে ঢাকায় পৌছায় ঢাকায় পৌছানোর পরে রেল উপদেষ্টা ফাওজুল কবির খাঁন উদ্বোধন করেন। রেল 

রেলওয়ে সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সকল কাজ শেষ হয়েছে দুই দফায় পরিক্ষামূলক ট্রেন চলাচলও সম্পন্ন হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে এই রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রুপালী এক্সপ্রেস নামে একজোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এই প্রকল্পের ২৮ কিলোমিটার রেলপথ পড়েছে নড়াইলে। নড়াইল শহর ও লোহাগড়া উপজেলায় একটি করে রেলস্টেশনও নির্মাণ করা হয়েছে৷ এখন থেকে নড়াইলের মানুষ ট্রেনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিটে ঢাকা যেতে পারবে। যদিও মঙ্গলবারের প্রথম খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকায় পৌছায় সকাল ১০ঃ৪৫ মিনিটে 'রেলের দেওয়া সময়সূচি অনুসারে, জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়ে সকাল ছয়টায়। ট্রেনটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে আবার ট্রেনটি ছেড়ে যাবে রাত আটটায়। খুলনায় পৌঁছানোর কথা ১১টা ৪০ মিনিটে। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে। ট্রেনটির যশোরের বেনাপোল পৌঁছানোর কথা বেলা ২টা ৩০ মিনিটে। ফিরতি যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বেলা ৩টা ৩০ মিনিটে। আর ঢাকায় পৌঁছানোর কথা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।আনন্দের সাথে আক্ষেপ ও রয়েছে এলাকাবাসীর।শিক্ষক ওবায়দুল্লাহ তুহিন জানান,আমরা প্রথমবারের মতো ট্রেনের সুবিধা পাচ্ছি এটা আনন্দের তবে টিকিট বরাদ্দ অনেক কম,আমাদের জন্য টিকিট বরাদ্দ বাড়ানোর জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন।

নড়াইল স্টেশন মাস্টার উজ্জ্বল কুমার বিশ্বাস জানান, দিনে দুইবার ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল পথে চলাচল করবে ট্রেন দুটি। ট্রেন চলাচলের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে,প্রথম ট্রেনে চলার স্বাক্ষী হতে ইতিমধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। এখন থেকে নড়াইলের মানুষ ট্রেনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিটে ঢাকা যেতে পারবে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow