জামায়াতের আমির: 'আনুপাতিক নির্বাচন ও তারুণ্যনির্ভর সমাজ চাই

Dec 27, 2024 - 22:38
 0
জামায়াতের আমির: 'আনুপাতিক নির্বাচন ও তারুণ্যনির্ভর সমাজ চাই

খুলনা, ২৬ ডিসেম্বর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী সংসদ নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। তিনি বলেন, "কোনো নির্দিষ্ট দলের হাতে যেন ভোট ও দেশ আর চলে না যায়। আমরা একটি তারুণ্যনির্ভর সমাজ গড়ে তুলতে চাই। যুব সমাজকে সঙ্গে নিয়ে চাঁদাবাজ ও দখলদারমুক্ত দেশ গড়বো ইনশাআল্লাহ।"

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে খুলনা জেলার কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ ময়দানে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই দিনে পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে সমাবেশ এবং ডুমুরিয়ার আঠারো মাইলে পথসভায়ও বক্তব্য রাখেন তিনি।

কয়রা-পাইকগাছার বেড়িবাঁধ সংকট নিরসনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, "আপনারা অন্তত শুরু করুন। জামায়াত দেশ সেবার সুযোগ পেলে জনগণের সংকটগুলো সমাধানের চেষ্টা করবে।"

তিনি আরও বলেন, "মা-বোনদের জামায়াতভীতি দেখানো হচ্ছে। কিন্তু জামায়াত দেশ সেবার সুযোগ পেলে তারা নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে দেশ গড়ার কাজে অংশ নেবেন। সংখ্যালঘু-সংখ্যাগুরু ভেদাভেদ নয়, সবাই মিলে আমরা দেশ গড়তে চাই।"

আওয়ামী লীগের আমলের তিনটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "১৪ সালের নির্বাচন ছিল ভোটারবিহীন, ১৮ সালে নিশিরাতের নির্বাচন, আর ২৪ সালে ডামি নির্বাচন। এমন নির্বাচন দেশবাসী আর দেখতে চায় না।"

ডা. শফিকুর রহমান আরও বলেন, "আমাদের ওপর অবিচার করা হয়েছে। আমরা চাই আওয়ামী লীগের ওপর সুবিচার হোক, কারণ সুবিচার হলেই তাদের শাস্তি হবে। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আমাদের সন্তানরা। তাদের সে মর্যাদা আমাদের রক্ষা করতে হবে।"

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদসহ খুলনা ও সাতক্ষীরার নেতৃবৃন্দ।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow