গভীর রাতে রাস্তা সৌন্দর্যের কাজে বরগুনা ছাত্রদল

Dec 30, 2024 - 01:12
 0
গভীর রাতে রাস্তা সৌন্দর্যের কাজে বরগুনা ছাত্রদল

প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে উন্নয়নমূলক নানা কর্মসূচি হাতে নিয়েছে বরগুনা জেলা ছাত্রদল। কর্মসূচীর অংশ হিসেবে রাস্তার স্পিড ব্রেকারে রং দিতে গভীর রাতে রাস্তায় নেমেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন সংগঠনটির একাধিক নেতাকর্মী।

রবিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে বরগুনা পৌর শহরের শতাধিক স্পিডব্রেকারে সাদা রং দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রনি বলেন, বরগুনার সাধারণ মানুষকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে, তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বরগুনার সৌন্দর্য উন্নয়নে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব বলেন, শীতের মৌসুমে বরগুনার বেশিরভাগ রাস্তা কুয়াশাছান্ন থাকে, তাই বেশির ভাগ স্পিড ব্রেকার চোখে না দেখার কারণে অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। ১ জানুয়ারী বাংলাদেশ ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সামাজিক উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর শতাধিক স্পিড ব্রেকারে সাদা রং দেওয়ার কর্মসূচি গ্রহন করে তা বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।

এসময় বরগুনার সকল ইউনিটের সকল ছাত্রদলের নেতাকর্মী সামাজিক ও মানবিক কাজের আহবান জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow