নড়াইলে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Dec 30, 2024 - 23:29
 0
নড়াইলে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

খুলনার সুমন সাউন্ড, লাইট ও ডেকোরেটরের সরঞ্জাম সহ বাদ্যযন্ত্র ভাঙচুর, লুট এবং শিল্পী ও কলাকুশলদের ওপর সন্ত্রাসী হামলাকারিদের গ্রেফতারের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায়  নড়াইল সাউন্ড, লাইট, ডেকোরেটর ব্যবসায়ী ও শিল্পী কলাকুশলীবৃন্দের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাউন্ড, লাইট ও ডেকোরেটর সমিতির নড়াইল সদর উপজেলার সহ-সভাপতি বিশ^নাথ বিশ^াসের  সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক চয়ন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ তফসীর উদ্দিন, কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দাস, শিল্পী সমাজের প্রতিনিধি প্রতুল হাজরা, সদস্য কামরুল ইসলাম, মোঃ লিটন মোল্যা, অলিম হাসান প্রমুখ। এসময় বক্তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি না হলে সমাজে এ ধরনের অপরাধ আরো বাড়বে। আমরা সমাজের বড় একটা অংশে জুড়ে রয়েছি। আমাদের ছাড়া কোন সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক সহ কোন অনুষ্ঠানই সফল করা যায় না। তাই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চির করার দাবি জানান বক্তারা।
 উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ২০২৪ রাত সাড়ে ১১টার দিকে খুলনার গল্লামারি এলাকার সুমন সাউন্ড এবং এর কলাকুশলীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর ও ব্যাপক ক্ষয়ক্ষতি করে।  



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow