নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে মেধাবীদের বিশেষ পুরস্কার প্রদান

Dec 30, 2024 - 23:32
 0
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে মেধাবীদের বিশেষ পুরস্কার প্রদান
শ্রেণীতে ভাল ফলাফল করায় অর্ধ শতাধিক শিক্ষর্থীকে পুরষ্কৃত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। সারা বছরের মুল্যায়নে যে সকল শিক্ষার্থী ভাল ফলাফল করেছে তাদেরকে ক্রেষ্ট ও ফুল দিয়ে  পুরষ্কৃত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন। নতুন ফলাফলের সাথে পুরষ্কার পেয়ে আনন্দিত ও গর্বিত শিক্ষার্থী ও অভিবাবকেরা। মেধাবী ছাত্রদের এই পুরষ্কার দেওয়ায় তারা (ছাত্ররা) লেখাপড়ায় বেশি উৎসাহিত হবে এবং শিক্ষার্থীদের মধ্যে একে অপরের থেকে ভাল ফলাফল করার জন্য এক ধরনের প্রতিযোগিতা শুরু হবে বলে মনে করছেন বিভিন্ন শ্রেনীপেশার মানুষসহ শিক্ষানুরাগীরা।

জানাগেছে, ঐতিহ্যবাহী শতবর্ষীয় নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় দীর্ঘ দিন ধরে সুনামের সাথে এলাকার শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। সোমবার ৩য় শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শিফট এর সকল শ্রেনির সকল শাখার ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রত্যেক ছাত্রকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল ও ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানান বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন। এছাড়া প্রভাতী শিফট এবং দিবা শিফট সর্বোচ্চ নম্বর অর্জনকারী ৪ জন শিক্ষার্থীকেও বিশেষ ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় প্রভাতী শিফট প্রাথমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী হিসাবে ৫ম শ্রেনীর মুস্তাফা আনজুম, মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী হিসাবে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মঞ্জুর হাসানের ছেলে ৭ম শ্রেনীর শিক্ষার্থী মো: খালিদ হাসান এবং  দিবা শিফট প্রাথমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী হিসাবে ৩য় শ্রেনীর অস্মিত চক্রবর্তী এবং  মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী হিসাবে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী আল ইমরানকে বিশেষ ক্রেষ্ট প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম,  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন এবং মো: আকবর আলীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow