নড়াইলে মাদ্রাসায় ফল প্রকাশ ও মেধাবিদের পরিচিতি সভা
নড়াইলে শাহাবাদ মাজীদিয়া মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবীদের পরিচিত সভা হয়েছে।
মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর ) ইংরেজি বছরের শেষ দিনে বার্ষিক পরিক্ষার ফল পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা।এ বছর বার্ষিকী পরিক্ষার ফলাফল ৯৮% বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা কে এম হাসমত উল্লাহ। এ উপলক্ষে মঙ্গলবার মাদ্রাসার খেলার মাঠে উৎসব মুখর পরিবেশে ১ম থেকে ৯ম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে ফলাফল তুলে দেন স্ব স্ব শ্রেনীর শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। এ সময় ১ম শ্রেনী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত যারা ১ম,২য়ও ৩য় স্থান অধিকারীদের নাম ঘোষনা করা হয়। ১ম শ্রেনীতে ১ম ইসমত আরা,২য় আয়েশা সিদ্দিকা ও ৩য় উম্মে হাবিবা।
২য় শ্রেনীতে ১ম সিনথিয়া,২য় আমাতুন নূর নওফাও ৩য় ইসমানুর ইসলাম।৩য় শ্রেনীতে ১ম মাইশা রহমান,২য় লাবিশা ইসলাম ও ৩য় উম্মে লাবিবা। ৪র্থ শ্রেনীতে ১ম তাহিয়া তাসা বিশ্বাস,২য় মিফতাহ বিন সিরাজ ও ৩য় মোঃ সাইফ। ৫ম শ্রেনীতে ১ম ফাতেমা নুসরাত,২য় ফাতিমাতুয যোহরা ( আনিশা ) ও ৩য় নাবিয়া নাবা। ৬ষ্ঠ শ্রেনীতে ১ম তাবিয়া জাহান ( পরি ) ২য় লাবিয়া আইসা আরা ও ৩য় তাবাসসুম জাহান সৌমি।
৭ম শ্রেনীতে ১ম মাহিয়া আফরিন এশা ২য় শরিফা জামান মনি ও ৩য় ইশরাত জেরিন। ৮ম শ্রেনীতে ১ম ইশরাত জাহান ( সিগ্ধা ) ২য় উম্মে হাবিবা ও ৩য় সানজিদা ইসলাম। ৯ম শ্রেনীতে ১ম স্থান আছিয়া সাজ্জাদ নিভা,২য় সাবিহা বিনতে সিরাজ ও ৩য় স্থান অধিকার করে জিনাতের নাম ঘোষনা করা হয়। ২য় শ্রেনী থেকে ১০ম শ্রেনীতে উত্তীর্ণদের নামও এ সময় ঘোষনা করেন শ্রেনীর শিক্ষকবৃন্দ। এর আগে ২য় শ্রেনীর থেকে ১০ শ্রেনীতে উত্তীর্ণদের মধ্যে যারা ১ম,২য়ও ৩য় স্থান অধবকার করে তাদের অতিথিদের সামনে পরিচয় করিয়ে দেন শ্রেনীর শিক্ষক মন্ডলীরা। পরে প্রতিষ্ঠানের সুপার মাওলানা কে এম হাসমত উল্লাহের সঞ্চালনায় বক্তব্য রাখেন এবতেদায়ী শিক্ষিকা রেহেনা পারভিন, মাওলানা আবু বক্কর, সহকারী শিক্ষক ( গণিত ) সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি হুসাঈন আহমেদ ( বান্নু ) অভিবাবক সদস্য,শরীফ সরোয়ার হোসেন,সাংবাদিক আল আমিন সহ প্রমুখ।
উল্লেখ্য,নড়াইল শহরের একমাত্র প্রতিষ্ঠিত মহিলা মাদ্রসাটিতে এবতেদায়ী শ্রেনীতে ছেলে শিক্ষার্থীরাও নিয়মিত লেখাপড়া করেন।
What's Your Reaction?