বরগুনায় শ্যামলী পরিবহনের ধাক্কায় গৃহবধূ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
বরগুনার আমতলীতে ঢাকা টু কুয়াকাটা গামী শ্যামলী পরিবহনের ধাক্কায় এক গৃহবধূ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
গত ২৬ নভেম্বর ২ টার সময় আমতলী পৌরসভার ছুরিকাটা এলাকায় শ্যামলী পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হন মোসা: মাসুমা আক্তার। মাসুমা আক্তার বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি পাতাকা এলাকার সোহেল সিকদারের স্ত্রী। গুরুতর আহত ওই গৃহবধুর ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
গুরুতর আহত গৃহবধূর স্বামী সোহেল সিকদার জানান, ঘটনার দিন বরিশাল থেকে সকালে রওনা করে আমতলী ভাড়াটিয়া বাসায় আসছিলেন আহত গৃহবধূ। গাড়ি থেকে নেমে বাসায় যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় বিপরিত দিক (কুয়াকাটা) থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন, ঢাকা-মেট্রো-ব-১৪৬২৫১ পেছনে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। ভিতরে রক্তক্ষরণ হয়। এছাড়াও তার বাম হাতে কবজি ও ডান কাধের হাঁড় ভেঙ্গে এবং ঠোটের নিচ কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া ভর্তি করায়। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বরিশাল নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিট ও আইসিউ খালি না থাকায় তাকে মগবাজার রাসমনো হাসপাতাল ভর্তি করায় স্বজন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে নিয়া ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন আছে। এখনো মানসিক ভারসাম্যহীন আহত গৃহবধূ।
আহত গৃহবধূর স্বামী আরো জানান, ঘটনার পর ঘাতক শ্যামলী পরিবহনকে আটক করে আমতলী থানা পুলিশ। এরপর উপজেলা নির্বাহী অফিসার ও থানার দারস্ত হলে- স্থানীয় ভাবে মীমানশার মাধ্যমে মাত্র ২০ হাজার টাকা চিকিৎসার জন্য দিতে রাজি হয় শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ। তার চিকিৎসায় এখন পর্যন্ত ৭ থেকে ৮ লাখ টাকা খরচ হয়েছে বলে জানান গৃহবধুর স্বামী। এ ঘটনার সুবিচার চেয়ে আমতলী থানায় মামলা করেছেন গৃহবধূর স্বামী সোহেল সিকদার।
এ ঘটনায় আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান,দুর্ঘটনার পরে আমরা খবর পেয়ে শ্যামলী পরিবহন গাড়িটা আটক করি। পরবর্তীতে আহতর স্বামী সোহেল সিকদার থানায় মামলা দায়ের করেন। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।
What's Your Reaction?