নড়াইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন চালক, আহত ৪

Jan 6, 2025 - 19:17
 0
নড়াইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন চালক, আহত ৪

নড়াইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দয়াল দাস (৩০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায়  গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।  

আজ সোমবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার যশোর - কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দয়াল দাস যশোর জেলার কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের নারান দাসের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়,সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় যশোরগামী মুরগিবহনকারী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার  করে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক পিকআপ চালক দয়াল দাসকে মৃত ঘোষণা করেন। 


এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান,‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow