দেশের সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে; নুরুল ইসলাম মণি

Jan 8, 2025 - 18:29
 0
দেশের সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে; নুরুল ইসলাম মণি

আমলাদের দিয়ে দেশ সংস্কার করলে তা জনকল্যাণমুখী হবে না। জনকল্যাণ মুখী ও টেকসই সংস্কারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ সংস্কার করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারের নামে নানা ধরনের খেলা চলছে। কিন্তু কি খেলা হচ্ছে তা জানি না। কিন্তু যে খেলাই হচ্ছে না কেন তা বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে,পক্ষে না এমন মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মণি। 

আজ ৮ (জানুয়ারী) বুধবার সকালে উপজেলার চত্বরে ঘূর্ণিঝড় রিমালে আঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ১৪ শত ৩০ বান্ডিল টিন ও ৫ হাজার নগদ অর্থ বিতরণ সহ বিকাল ৪ টায় ব্যক্তিগত তহবিল থেকে কে এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুস্থ ও অসহায়দের মাঝে ২ হাজার ৫ শত কম্বল বিতরন করেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।  

বিতরণ কার্যক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাথরঘাটা শাখার আমির হাফেজ মাওলানা মাসুদুল আলম, ইসলামী আন্দোলন পাথরঘাটা শাখার সভাপতি মোঃ সোহাগ বাদশাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিতরণ কর্মসূচীর সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান।

 এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যতটুকু সংস্কার করার দরকার ততটুকু সংস্কার করে চলতি বছরের জুনের মধ্যে নির্বাচনের দাবি করেন তিনি। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশ থেকে মানুষের ভোট অধিকার, বিচার ব্যবস্থা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করেছে। গত ১৫ বছর ধরে শেখ হাসিনা ও তার পরিবার হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। 

 আরো বলেন ,এদেশের সকল সম্পদ লুটের পিছনে যিনি রয়েছে তিনি হলেন শেখ হাসিনা ও তার সাঙ্গোপাঙ্গরা। একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৬০ হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। এসব টাকা শেখ হাসিনা ,তার বোনের মেয়ে টিউলিপ এবং তার ছোটবোন শেখ রেহেনা নিয়েছেন। দেশের এমন কোন খাত নেই যেখান থেকে তারা হাজার হাজার কোটি টাকা চুরি করেননি। স্বাধীনতার পরে বাংলাদেশের কোন ব্যাংক গভর্নর সংবাদ সম্মেলন করে বলেননি যে একটি পরিবার দেশ থেকে ১৬ বিলিয়ন টাকা চুরি করে নিয়েছেন । আর পাঁচটি পরিবার নিয়েছেন দুই লাখ কোটি টাকা। এমন করে আপনাদের টাকা তারা চুরি করে নিয়েছেন। নুরুল ইসলাম মনি আরো বলেন বিএনপি ক্ষমতায় থেকে যাওয়ার সময় জনপ্রতি মাথাপিছু ২৬ হাজার টাকা ঋণ ছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর জনপ্রতি মাথাপিছু তিন লাখ টাকা করে ঋণের বোঝা রেখে গেছেন। তারা দেশের সব ক্ষেত্রে লুটপাট চালিয়েছেন। শেখ হাসিনা দেশের মানুষের ভোটের অধিকার ,গণতন্ত্র, ও সার্বভৌমত্ব নষ্ট করেছে। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইসলাম মুছে ফেলার সকল চক্রান্ত করেছিল। দেশের সব ধর্মীয় নেতাদের গ্রেফতার করেছিল। 

 

নূরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে পাথরঘাটার বিভিন্ন স্থানে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করবেন। এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow