নড়াইলে ডিবি পুলিশের হাতে ১০০বোতল ফেন্সিডিল সহ ২জন মাদক কারবারি গ্রেফতার

Jan 11, 2025 - 21:22
 0
নড়াইলে ডিবি পুলিশের হাতে ১০০বোতল ফেন্সিডিল সহ ২জন মাদক কারবারি গ্রেফতার

নড়াইলে ডিবি পুলিশের হাতে ১০০(একশত) বোতল ফেন্সিডিল সহ দুজন মাদককারবারি কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার নড়াইল মাগুরা সড়কের সদর উপজেলার সামসের থেকে কালো রংয়ের নোয়া গাড়ীতে থাকা ১০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ড্রাগস ফেন্সিডিল সহ চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার পৌরএলাকার মোঃ শাহাবুদ্দিন ইসলাম(৩১) ও মোঃ আল মিরাজ(১৯) নামের দুজন মাদক কারবারিকে গ্রেফতার করে।গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান পিপিএম, এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শাহাবুদ্দিন ইসলাম(৩১) ও মোঃ আল মিরাজ(১৯) কে গ্রেফতার করে।

নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।এর ধারাবাহিকতায় ১০ জানুয়ারি রাত ১০ টার দিকে দুজন মাদক কারবারিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ বিষয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দও করা হয়েছে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow