নড়াইলে দিনব্যাপী বাউল ও সুফি উৎসব কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে বাউল ও সুফি উৎসব এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাউল সম্রাট, বাংলাদেশ বাউল ও লোক শিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মন্ডল। বাংলাদেশ বাউল ও শিল্পী সংস্থা এবং জেলা প্রশাসন নড়াইলের উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা ও সুফি উৎসব অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এর সুলতান মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ডঃ মুহাম্মদ আসাদুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারেক রেজা। নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল সাইদুল আলম, বিশিষ্ট লেখক অনন্ত উজ্জ্বল, ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব নাসির উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব সালমা আক্তার খুকি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বাউল ও লোক শিল্পী সংস্থা সাধারণ সম্পাদক হীরক রাজা। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন বাউল সম্রাট, বাংলাদেশ বাউল লোক শিল্প সংস্থার সভাপতি বাউল শফি মন্ডল, আয়োজক কমিটির সদস্য সচিব প্রকৌশলী খাইরুজ্জামান সবুজ সহ বিশিষ্ট শিল্পী বৃন্দ। দিনব্যাপী কর্মশালায় বাউল শফি মন্ডল শিশুদেরকে বাউল ও সুফি গানের বিভিন্ন দিকের উপর প্রশিক্ষণ প্রদান করেন।
What's Your Reaction?