নড়াইলে ২০ দিনব্যাপী তারুণ্যের উৎসব ও যুব সমাবেশ
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বুধবার দুপুরে ২০ দিনব্যাপী তারুণ্যের উৎসব ও যুব সমাবেশ শুরু হয়েছে। এ উপলক্ষে তারুণ্য মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ( অতিরিক্ত সচীব ) মোঃ ফিরোজ সরকার । এসময় যুব সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক শারমির আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচীব সৈয়দ শাফায়ত হোসেন,পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃআব্দুর রশীদ,নড়াইল প্রেসক্লাবের নব নির্বাচিত আহ্বায়ক পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ যুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হুসাঈন, সহকারি কমিশনার সঞ্জয় কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু, জেলা প্রার্থমিক শিক্ষা অফিসার মোঃজাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক মোঃমনিরুজ্জামান,টিটিসির অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকি, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সিনিয়র সাংবাদিক এডভোকেট তারিকুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক রাফায়েতুল হক তমাল,
ক্রীড়া অফিসার মোঃকামরুজ্জামান,ক্রীড়া সাংবাদিক মোঃআল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন , প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন শিক্ষার কার্যক্রম চালু রাখার জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে। শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা শিক্ষক সুলভ আচরণ করবেন।
What's Your Reaction?