নড়াইলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক বালিকা) অনুর্ধ-১৭ সমাপণী ও পুরস্কার বিতরণ
"এসো দেশ বদলায় পুরা পৃথিবী বদলাই" এ শ্লোগান কে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদে¦্যাগে জেলা প্রশাসন জেলা ক্রীড়া অফিস নড়াইলরে যৌথ আয়োজনে ক্রীড়া পরিদফতরের সার্বিক সহযোগীতায় নড়াইল বীরশ্রেষ্ঠ নুরমোহাম্মাদ ষ্টেডিয়ামে শুক্রবার ( ২৪ জানুয়ারি ) সকাল থেকে শুরু হয়ে শনিবার (২৫ জানুয়ারী) গোধুলী বিকেলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক বালিকা) অনুর্ধ-১৭ এর সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়। প্ররস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠানে ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, মোঃ আরাফাত হুসাঈন (এডিএম), মোঃ জোবায়ের হোসেন চৌধুরী (রাজস্ব) ক্রীড়া সংগঠক হেমায়েতুল হক হিমু,তরিকুল ইসলাম শান্ত সাংবাদিক আল আমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধাণ অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ক্রীড়া ক্ষেত্রে তারুণদের এগিয়ে আসতে হবে তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের কেলার মাঠে আসার প্রত্যায় ব্যাক্ত করেন।
উল্লেখ্য,নড়াইল সদর উপজেলা,লোহাগড়া ও কালিয়া (বালক বালিকা), এছাড়াও সকল উপজেলার পৌরসভার বালক বালিকাসহ মোট ৮ টি দল অংশগ্রহণ করেন। অংশ গ্রহণকারী দলের মধ্যে বালক বিভাগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গ্রহণ করেন নড়াইল পৌরসভার খেলোয়ার মোঃ ইমন। এছাড়া সেরা খেলোয়াড় নির্বাচিত হন তীর্থ এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোঃ ইমন। বালিকা বিভাগে সর্বোচ্চ গোলদাতা নড়াইলপৌরসভার এশা সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোমানা ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এশা। ফাইনাল খোলায় সকল দলের কোচ ও খেলোয়ারদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা।
What's Your Reaction?